Header Ads

শিলচরের প্ৰাৰ্থী নাজিয়া ইয়াসমিন মজুমদারের পক্ষে ভোট প্ৰচারে মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমা


 নয়া ঠাহর প্ৰতিবেদন, শিলচরঃ মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমা শিলচর লোকসভা আসনে দলীয় প্ৰাৰ্থী নাজিয়া ইয়াসমিন মজুমদারের পক্ষে প্ৰচারে শিলচর এসে বাবুর বাজারে একটি বিরাট জনসভা করেন। এই জনসভায় মানুষের উপস্থিতি ছিল নজার কারার মতো। সভায় দলীয় প্ৰাৰ্থী নাজিয়া ইয়াসমিন মজুমদারের উপস্থাপন করা বেশ কয়েকটি গুরুত্বপূৰ্ণ বিষয় মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমা সভায় ঘোষণা করেন এই রকম দুঃখজনক ঘটনা রোধে তিনি কড়া পদক্ষেপ গ্ৰহণ করবেন। ভবিষ্যতে এইরকম ঘটনার পুনরাবৃত্তি হতে দেবেন না বলে ঘোষণা করেছেন। প্ৰথমত, এনআরসির নামে বরাকের লোকজনকে মেঘালয়ের বিভিন্ন সংগঠনের দ্বারা হেনস্থার শিকার হতে দেবেননা। এই ব্যপারে প্ৰয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ করবেন। দ্বিতীয়ত, বরাক উপত্যকা থেকে গুয়াহাটি গামী যাত্ৰীদের বিভিন্ন সময়ে মেঘালয়ের বিভিন্ন সংগঠনের দ্বারা অসুবিধা বা নিৰ্যাতনের বিরুদ্ধে তিনি কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। তৃতীয়ত, বরাকের শ্ৰমিকরা যাতে মেঘালয়ে কোনও অসুবিধার সম্মুখীন না হন এই ব্যপারে তিনি প্ৰয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ করবেন। চতুৰ্থত, সাম্প্ৰতিক সময়ে অসমের বিশ্বনাথ চারালিতে আরএসএস বা উগ্ৰ হিন্দুত্ববাদী দের দ্বারা ঘটে যাওয়া অমানুষিক কাপুরুষোচিত ঘটনার তীব্ৰ নিন্দা ও ধিক্কার জানান। এই ঘটনার পুরো বিষয়টি তিনি প্ৰধানমন্ত্ৰীকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন -নাগরিকত্ব বিল তিনি এবং তাঁর দল কখনও সমৰ্থন করেনি এবং ভবিষ্যতেও করবে না। সভায় দলীয় প্ৰাৰ্থী নাজিয়া ইয়াসমিন মজুমদারকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিন কাছাড়ের সব উপজাতি সংগঠনের নেতাকৰ্মীরা মেঘালয়ের মুখ্যমন্ত্ৰীর সঙ্গে একটি বৈঠকে মিলিত হন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.