বিজেপি বিল পাশ করলে অসমে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে, হুঁশিয়ারি আসুর, ভোট বর্জনের ডাক প্রাক্তন মুখ্যমন্ত্রী প্ৰফুল্ল মহন্তের
ছবি, সৌঃ নিউজ১৮,কম
অমল গুপ্ত, গুয়াহাটিঃ নয়াদিল্লীতে সোমবার বিজেপি দলের ইস্তাহারে অসম তথা উত্তর-পূর্বাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সংকল্প পত্র বলে উল্লেখ করে বিজেপির এই ইস্তাহারে সংকল্প গ্রহণ করা হয়েছে ক্ষমতায় এলে নাগরিকত্ব সংশোধননী বিলকে আইনে পরিণত করা হবেই। এছাড়া সারা দেশে এনআরসি লাগু করা হবে। উত্তর-পূবাঞ্চলে বৃহৎ নদী বাঁধ নির্মাণ করা হবে। অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের বাংলাদেশ ও অন্যান্য রাষ্ট্রের সীমান্তে স্মার্ট ফেন্সিংয়ের ব্যবস্থা করা হবে। সন্ত্রাসবাদ এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজ্যে বিজেপি সরকারের শরিক দল অগপ সহ আসু সিপিএম, এআইইউডিএফ সহ অধিকাংশ জাতীয়তাবাদী দল সংগঠন এমনকি কংগ্রেসও নাগরিকত্ব সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করেছে। রাজ্যে এই প্রস্তাবিত বিলের বিরুদ্ধে তীব্র আন্দোলনও হয়। কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, আসু বৃহৎ নদী বাঁধের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলে। অরুণাচল অসম সীমন্তে সুবনসিঁড়ি নদী বাঁধ নির্মাণের কাজ কয়েক বছর থেকে প্রায় বন্ধ হয়ে আছে। বিলের পক্ষ্যে বিজেপির কড়া স্থিতি দেখে সরকারের প্রধান শরিক দল অগপর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত এদিন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন- এর ফলে বাংলাদেশ থেকে লাখ লাখ বাংলাদেশী এসে অসমের অস্তিত্ব বিপন্ন করে তুলবে। অসমের ভাষা সংস্কৃতি ধংস হবে। অগপ প্রাক্তন সভাপতি মহন্ত বিল এর সমৰ্থকদের ভোট না দেবার আহ্বান জানান, ভোট বয়কট করারও ডাক দিয়েছেন। মহন্ত বলেন- প্রস্তাবিত বিল অসম চুক্তির বিরোধী। এই বিল বাস্তবায়িত হলে অসম চুক্তির ৬ নম্বর ধারার কাৰ্যকারিতা থাকবেনা। আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বিজেপি সরকারকে তুলোধুনা করে বলেন, বিল পাস হলে অসমে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে এই জন্যে সম্পূর্ণভাবে বিজেপি দায়ী থাকবে। মহন্তর মতো কিন্তু ভোট বয়কটের ডাক দেননি সমুজ্জ্বল। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈ এদিন বিলের সমৰ্থকদের ভোট না দেবার ডাক দিয়েছেন। এদিন নওগাঁওয়ে রেল প্রতিমন্ত্রী রাজেন গোঁহাই প্রাক্তন মুখ্যমন্ত্রী মহন্তের বিরুদ্ধে বলেন- তাঁর প্রভাব আছে, কেন তিনি বিজেপিকে ভোট না দেবার কথা বলে দলের বিরুদ্ধাচারান করছেন? এই জন্য তাঁকে ভুগতে হবে বলেও মন্তব্য করেন রাজেন।









কোন মন্তব্য নেই