৫৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারের দাবিতে জেলাশাসককে স্মারকপত্র ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের
বিপ্লব দেব, হাফলংঃ বর্ষার মরশুম যত এগিয়ে আসছে এতে শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়ক নিয়ে সমস্যা ততই বেড়ে চলছে দীর্ঘদিন থেকে ওই ৫৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারের অভাবে ধুকছে কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ (নাহাই) এনিয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ। শিলচর-হাফলং ও হাফলং-লামডিং ৫৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জাটিঙ্গা-হারাঙ্গাজাও মাইবাং-জাটিঙ্গা অংশের বেহাল দশা নিয়ে এনসিহিলস ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে এক স্মারকপত্র সোমবার ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়া হাতে তুলে দেন ডেভিড কেভম। গত ৫ ফেব্রুয়ারি জাতীয় সড়ক কর্তৃপক্ষ (নাহাই) সিজিএম-য়ের সঙ্গে গুয়াহাটিতে সাক্ষাৎ করে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের প্রতিনিধি দল ৫৪ নম্বর জাতীয় সড়ক (সম্প্রসারণের) জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও মাইবাং থেকে জাটিঙ্গা অংশ সংস্কারের দাবি জানিয়েছিল। জবাবে সিজিএম ছাত্র সংগঠনটিকে জানিয়েছিলেন যে বর্ষার মরশুমের আগে ওই দুটি সড়ক সংস্কার কাজ সম্পূর্ণ করা হবে কিন্তু আজ অবধি জাতীয় সড়ক কর্তৃপক্ষ ওই দুটি সড়ক সংস্কারে পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। ডেভিড কেভম বলেন প্রতিবছর বর্ষার মরশুমের আগে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়ক সংস্কার করে তোলার আশ্বস দিলে ও কার্যত জাতীয় সড়ক কর্তৃপক্ষকে তেমন কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি বলে অভিযোগ করেন ডেভিড কেভম। তাই এবার এনিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলাশাসক অমিতাভ রাজখোয়ার কাছে দাবি জানান ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম। এদিকে জেলাশাসক ছাত্র সংগঠনটির সভাপতি ডেভিড কেভমকে আশ্বস্ত করে বলেন। ৫৪ নম্বর জাতীয় সড়ক (সম্প্রসারন)-য়ের জাটিঙ্গা হারাঙ্গাজাও ও মাইবাং-হারাঙ্গাজাও অংশ সংস্কারের লক্ষ্যে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে ১৩ এপ্রিল জেলাশাসক কনফারেন্স হলে যৌথ সভার আহ্বান করা হবে এবং ওই যৌথ বৈঠকে নাহাই-র সিজিএমকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হবে বলে জানান জেলাশাসক অমিতাভ রাজখোয়া।









কোন মন্তব্য নেই