নির্বাচন কমিশনের নির্দেশে হাফলঙে ৫টি ভোটগ্রহণ কেন্দ্র মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হবে
লোকসভা নিৰ্বাচন ২০১৯
বিপ্লব দেব, হাফলংঃ নির্বাচন কমিশনের নির্দেশে ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙে লোকসভা নির্বাচনে মহিলাদের দ্বারা পরিচালিত ৫টি ভোটগ্রহণ কেন্দ্র থাকবে বলে জানিয়েছেন ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়া। হাফলং শহরের ১৫৮ নম্বর এন কে দাওলাগাপু এল পি স্কুল ভোটগ্রহণ কেন্দ্র ১৬০ নম্বর জেলা রেশম বিভাগের ভোটগ্রহণ কেন্দ্র ১৬৬ নম্বর হাফলং সরকারী মহাবিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্র ১৬৮ নম্বর সাইনজা রাজি এল পি স্কুল ও ১৭৮ নম্বর জেলা সমাজ কল্যান বিভাগের ভোটগ্রহণ কেন্দ্র মহিলা ভোটারের দ্বারা পরিচালিত হবে। মহিলাদের ভোটদানে আকর্ষিত করতে হাফলং শহরের এই পাঁচটি ভোটগ্রহণ কেন্দ্র মহিলা ভোটকর্মীরা পরিচালিত করবেন। এই কেন্দ্র গুলিতে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পুলিং অফিসার মাইক্রো অবজারভার নিরাপত্তা বাহিনী সহ অনান্য ভোট কর্মীরা সব মহিলা থাকবে বলে জানিয়েছেন জেলাশাসক। তাছাড়া ডিমা হাসাও জেলায় ৩ টি মডেল ভোটগ্রহণ থাকবে তারমধ্যে ১৭০ নম্বর হাফলং রেল বিভাগের এইএন কার্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্র ১৬২ নম্বর হাফলং টাউন রাজি কমিইউনিটি হল ভোটগ্রহণ কেন্দ্র ও মাইবাং কালীবাড়ি এল পি স্কুল ভোটগ্রহণ কেন্দ্র মডেল ভোটগ্রহণ কেন্দ্র হবে। ওই তিনটি ভোটগ্রহণ কেন্দ্র বিশেষ করে বিকলাঙ্গ ভোটারদের জন্য থাকবে পানীয় জল থেকে শুরু করে বসার ব্যবস্থা বিদ্যুৎ ব্যবস্থা হেল্প ডেক্স টয়লেট সেড থাকবে, তাছাড়া ওই ভোটগ্রহণ কেন্দ্র গুলিতে স্বেচ্ছাসেবক ও রাখা হবে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশে দ্বিতীয় পর্যায়ে ১৮ এপ্রিল কার্বি-আংলং, পশ্চিম কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা মিলে ৩ নম্বর ডিফু জনজাতি সংরক্ষিত লোকসভা আসনে অনুষ্ঠিত নির্বাচনে হাফলঙে ৫ টি ভোটগ্রহণ কেন্দ্র মহিলা ভোট কর্মীদের দ্বারা পরিচালিত হওয়ার পাশাপাশি পাহাড়ী জেলাতে ৩ টি মডেল ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হবে বলে জানান জেলাশাসক অমিতাভ রাজখোয়া। এদিকে নির্বাচনের ব্যায় সংক্রান্ত পর্যবেক্ষক এইচ সইখানথাং (আইআরএস) হাফলং এসে উপস্থিত হন।









কোন মন্তব্য নেই