Header Ads

গুয়াহাটি লোকসভা কেন্দ্ৰের বিজেপি প্ৰাৰ্থী কুইন ওঝার মনোনয়ন পত্ৰকে বৈধ ঘোষণা করেন নিৰ্বাচন অফিসার

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ গুয়াহাটি লোকসভা কেন্দ্ৰের বিজেপি প্ৰাৰ্থী কুইন ওঝার মনোনয়ন পত্ৰকে শুক্ৰবার বৈধ ঘোষণা করেন নিৰ্বাচন অফিসার। কুইনের দাখিল করা শিক্ষাগত যোগ্যতার নথিপত্ৰ খতিয়ে দেখে তারপরই বৈধ ঘোষণা করেন নিৰ্বাচন অফিসার। প্ৰসঙ্গত, ওঝার শিক্ষাগত যোগ্যতাকে নিয়ে সৃষ্টি হয়েছিল তীব্ৰ বিতৰ্কের। মনোনয়ন পত্ৰ দাখিলের সময় যে নথিপত্ৰ দাখিল করেছিলেন তার মধ্যে অশুদ্ধ কিছুই পায়নি বলে জানা গিয়েছে। হিমন্ত বিশ্ব শৰ্মা বলেছেন বিরোধীরা কেউই নিৰ্বাচন অফিসে কুইনের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি। তবে কুইন আগেই বলেছিলেন যে তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই। তাই সত্যি হল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.