Header Ads

দিল্লির যন্তর মন্তরে জেট এয়ারওয়েজের কর্মীদের প্রতিবাদ


ছবি নিজস্ব
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ দিল্লির যন্তর মন্তরে বৃহস্পতিবার জেট এয়ারওয়েজের কর্মীদের প্রতিবাদ অবস্থান। দীৰ্ঘদিনের বাকি থাকা বেতন এবং অন্যান্য দাবি দাওয়া নিয়ে জেট কৰ্তৃপক্ষের কাছে তাঁদের এই প্ৰতিবাদ অবস্থান। এদিন হাতে হাতে প্ল্যাকাৰ্ড নিয়ে কৰ্মীরা নিজেদের প্ৰাপ্যের দাবিতে সরব হন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.