নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দিঃ ঋষি অরবিন্দ এল.পি স্কুলে বৃহস্পতিবার ভোট উৎসব শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হল। এই প্ৰতিবেদন লেখা পযর্ন্ত কোনও অপ্রীতিকর খবর নেই। তবে ভোটারদের মধ্যে ৯০ বছরের জনৈক বৃদ্ধাকে ভোট কেন্দ্রটিতে ভোট দিতে দেখা গেল। বুঝতে পারা গেল এবারের ভোটে ভোটারা সচেতন।
কোন মন্তব্য নেই