তৃতীয় এবং শেষ পর্যায়ের নির্বাচনী প্রচার অভিযান সম্পন্ন
দেবযানী পাটিকর,গুয়াহাটিঃ শেষ হল তৃতীয় এবং শেষ পর্যায়ের নির্বাচনী প্রচার। তৃতীয় পর্যায়ের নির্বাচন প্রচারে সমস্ত রাজনৈতিক দলগুলি নিজের নিজের শক্তি প্রদর্শন করে। শেষ পর্ব অর্থাৎ তৃতীয় পর্বের নির্বাচন মোট চারটে লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ৬২ জন প্রার্থী। ধুবাড়ি, কোকরাঝাড়, বরপেটা এবং গুয়াহাটি। এই পর্বে ভোটারের সংখ্যা ৭৪ লক্ষ ৭৭ হাজার ০৬২ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৩৮ লক্ষ ১৫ হাজার ৩৩৫, মহিলার সংখ্যা ৩৬ লক্ষ ৬১ হাজার ৫৭০ এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১৪৭। মোট বুথের সংখ্যা ২,৪৫০টি। কোকরাঝাড় লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২৭ লক্ষ ৬৫ হাজার ৪২৩ জন। এর মধ্যে পুরুষ ৯ লক্ষ ৩১৯জন, মহিলা ৮ লক্ষ ৬৫ হাজার ৪২৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৩৯জন। মোট ভোটগ্রহণ কেন্দ্র ২,৪৪৭টি। বরপেটা লোকসভা কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ১৬ লক্ষ ৭৬ হাজার ৮৫৪ জন। এর মধ্যে পুরুষ ৮ লক্ষ ৭৫ হাজার ৩০০ জন। মহিলা ৮ লক্ষ ১১ হাজার ৫৩৮জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১৬। মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৮৭। গুয়াহাটি লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২১ লক্ষ ৭৮ হাজার ৬১৭জন। এর মধ্যে পুরুষ ১১ লক্ষ ৭৪৬ জন, মহিলা ১০ লক্ষ ৭৭ হাজার ৭৯৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৭৮ জন। শেষ দিনের প্রচারাভিযানে গুয়াহাটিতে বিজেপির বাইক র্যালি বের হয়। র্যালির ফ্ল্যাগ অফ করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি বলেন- বিজেপির জয় নিশ্চিত। বিপুল ভোটে বিজেপি জয়লাভ করবে। এদিন খানাপাড়া থেকে সকাল দশটার সময় বের হয় র্যালি। এরপর জিএসরোড, পল্টন বাজার, আটগাঁও, ফ্যান্সি বাজার শুক্ৰেশ্বর ঘাট গুয়াহাটি ক্লাব, চাঁদমারী হয়ে র্যালি জুরোড ,গণেশগুরি, ক্রিশ্চানবস্তি, এসবি দেওরা কলেজ ফিল্ডেও হয়। র্যালিতে উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য। ওদিকে উত্তর অভায়াপুরি কেন্দ্ৰে প্রচার চলালেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল । বরপেটার বাঘমারা ও হাজোতে মুখ্যমন্ত্রী প্রচার অভিযান চালান। পলাশবাড়ীতে প্রচার অভিযান চালান বিধায়িকা আঙ্গুরলতা। ওদিকে কোকরাঝাড়ে ইউপিপিএলের হয়ে প্রচারভিযান চালালেন বদরুদ্দিন আজমল। কোকরাঝাড় লোকসভা কেন্দ্ৰের সবগুলো দল সংগঠনের প্রার্থী উঠে পড়ে লেগেছে প্রচারাভিযানে। ইউপিপিএলের প্রার্থী উর্খ্যাও গৌরা ব্রহ্ম, বিপিএফ-এর প্রার্থী প্রমিলা রানি ব্রহ্ম ও নির্দল প্রার্থী তথা বর্তমান সাংসদ নবকুমার শরনিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতার হবার সম্ভাবনা প্রবল। ইউপিপিএল দলে কোকরাঝাড়, ফকিরাগ্রামে নির্বাচনী সভা অনুষ্ঠিত করে নিজের শক্তি প্রদর্শন করে। এই সভায় উপস্থিত ছিলেন এআইউডিএফের সভাপতি বদরুদ্দিন আজমল। তিনি ইউপিপিএলের প্রার্থীর বিজয় নিশ্চিত বলে দাবি করেন। ওদিকে, কোকরাঝাড়ে বিপিএফের বিশাল র্যালি বের হয়। বিপিপিএফ-এর সভাপতি হাগ্রামা মহিলারির নেতৃত্বে হাজার হাজার জনতা এই র্যালিতে অংশগ্রহণ করেন। রাজ্যের বিজেপি মিত্র জোটের ১৪ আসনের মধ্যে ১২ টি আসনই লাভ করবে বলে দাবি করেন তিনি। ধুবড়িতে রিপুন বরা ও সুস্মিতা দেব প্রচার অভিযান চালান। ওদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ কংগ্রেসের গুয়াহাটি লোকসভা কেন্দ্ৰের প্রার্থী ববিতা শর্মার হয়ে রবিবার নির্বাচনী প্রচার চালান। সঙ্গে ছিলেন রিপুন বরাও। ভোট প্রচারে যোগ দিয়েএ প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন- সমস্ত দিক দিয়েই ববিতা শর্মা উপযুক্ত প্রার্থী। ওদিকে, ববিতা শর্মা সকাল থেকেই শুরু করেন নির্বাচনী প্রচার। গৌহাটিতে প্রচার অভিযান চালানো নির্দল প্রার্থী জুনমনি খাউন্ড। ওদিকে আর নির্বাচনের জন্য রবিবার বিকেল পাঁচটা থেকে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত কামরূপ মহানগর প্রশাসন ড্রাই ডে ঘোষণা করেছে। এই তিনদিন সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। দুর্গম ও স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে ইভিএম পাঠানোর ব্যবস্থা শুরু হয়ে গেছে। দুর্গম এলাকায় ইভিএম পাঠানোর কাজ চলছে। সমস্ত জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রচুর সুরক্ষা কর্মী মোতায়েন করা হয়েছে। ওদিকে মহানগরে বাস চলাচলের নুতন নির্দেশ দিয়েছে মহানগর প্রশাসন। আইএসবিটির পরিবর্তে খানাপাড়া থেকে চলবে বাস (আপ)। আদাবাড়ি ও জালুকবাড়ি থেকে চলবে (নিম্ন )বাস। ২৩ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত এই নির্দেশনা জারি করেছে কামরুপ (ম)প্রশাসন। নির্বাচনে প্রতি লক্ষ্য রেখে জেলা প্রশাসনের নির্দেশ।










কোন মন্তব্য নেই