Header Ads

অসমের লামডিঙের পটুপথার অঞ্চলে খুব শীঘ্ৰই চালু হচ্ছে শৌরশক্তি প্ৰকল্প

স্বপন দাস, লামডিংঃ অন্ধকার থেকে আলোর দিকে যাত্ৰা। অসমের লামডিঙের পটুপথার অঞ্চলে খুব শীঘ্ৰই চালু হচ্ছে শৌরশক্তি প্ৰকল্প। বেশ কয়েকদিন আগে লামডিঙে এসেছে জাৰ্মানীর সমাজসেবীর একটি দল৷ শৌরশক্তিতে গ্ৰাম্যাঞ্চল আলোকিত করার প্ৰশংসনীয় উদ্যোগ দলের৷ বিশ্ব খ্যাত জাৰ্মানীর এনেকটাস (ENACTUS KIT) নামের একটি বেসরকারী সংগঠন থেকে আসা চারজনের দলটি লামডিঙের পটুপথার অঞ্চল পরিদৰ্শন করে৷ তাঁরা জানান গ্ৰাম্য অঞ্চলে বিদ্যুৎ  সহজলভ্য নেই। বেশিরভাগ জায়গাতেই এলাকাবাসীরা এখনও আলোর জন্য কেরাসিনের কুপি বাতি ব্যবহার করেন। সেই অঞ্চল গুলিতে শৌরশক্তির মাধ্যমে আলোকিত করা এই সংগঠনের মূল উদ্দেশ্য। তাই তারা সুদূর জাৰ্মানী থকে লামডিঙে এসে হাজির হয়েছেন। শনিবার লামডিংয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান চারজনের ওই প্ৰতিনিধি দল। দলটিতে রয়েছেন লুকাস কেলার, কাৰ্সটেন ডেস্কসেন, সিলভান স্টেইনার এবং প্ৰতাক গুপ্ত৷ সম্মলনে দলটির সঙ্গে ছিলেন লামডিঙের বেসরকারী সংস্থার সদস্য আজারু সুদীপ দেবরায়৷ ইতিমধ্যে জাৰ্মানী থেকে আসা এই দলটি লামডিঙের বিভিন্ন অঞ্চল পরিদৰ্শন করে দেখেছে বলে জানান। তারা আরও জানান- লামডিং অঞ্চলে এখনও বহু ছাত্ৰছাত্ৰী বিদ্যুতের অভাবে ভুগছে। উপায় না পেয়ে কেরাসিনের কুপি বাতি জ্বালিয়ে পড়াশুনা করছে৷ পটুপথার অঞ্চলে আরেকটি সমস্যা রয়েছে। সেখানে হাতীর উপদ্ৰব খুব বেশি। তাই জাৰ্মানীর এনজিও এনেকটাসের উদ্যোগে শীঘ্ৰই এলাকায় Light For Rural Area In India নামে একটি শৌর শক্তি প্ৰকল্প চালু করা হবে। যাতে করে অঞ্চলের লোকজন বিদ্যুতের আলোর সুবিধা ভোগ করতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.