Header Ads

ডিমা হাসাও জেলায় ফ্লাইয়িং স্কোয়াড সার্ভিল্যান্স টিমের তীক্ষ্ণ নজরদারি নির্বাচনী জনসভা ও দলীয় সভার ওপর


  বিপ্লব দেব, হাফলংঃ লোকসভা নির্বাচনের জন্য ডিমা হাসাও জেলায় জেলায় জেলাশাসক তথা জেলা নির্বাচনী অফিসার অমিতাভ রাজখোয়া ফ্লাইয়িং স্কোয়াড ও সার্ভিল্যান্স ও ভিডিও সার্ভিল্যান্স টিম গঠন করেছে। এই দলকে চারটি জোনে ভাগ করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন জেলা নির্বাচনী অফিসার অমিতাভ রাজখোয়া। প্রত্যেক টিমে দুই থেকে তিনজন সিভিল অফিসার সহ তাদের অ্যাসিস্ট্যান্ট ও নিরাপত্তা বাহিনী রয়েছে। ফ্লাইয়িং স্কোয়াড জেলার বিভিন্ন জায়গায় কেউ অবৈধ ভাবে মদ বা ৫০ হাজারের বেশী নগদ টাকা নিয়ে যাচ্ছে কিনা তার কড়া নজরদারি রাখছে।  বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান চালাচ্ছে। তাছাড়া বিভিন্ন নির্বাচনী জনসভা রাজনৈতিক দলের সভা প্রার্থীদের ব্যয় সহ কোনও জায়গায় নির্বাচনী আচরন বিধি ভঙ্গ হচ্ছে কিনা তার তীক্ষ্ণ নজরদারি রাখছে সার্ভিল্যান্স টিম ও ফ্লায়িং স্কোয়াড। ডিমা হাসাও জেলার নির্বাচনী অফিসার অমিতাভ রাজখোয়া জেলার সব ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে ব্যাঙ্কে যদি কোনও সন্দেহজনক ট্রানজেকশন হয় তাহলে সঙ্গে সঙ্গে জেলাপ্রশাসন ও পুলিশকে খবর দেওয়ার জন্য। তাছাড়া আবগারি বিভাগকে পুলিশ ও ফ্লাইয়িং স্কোয়াডের সঙ্গে সব সময় সম্পর্ক বজায় রাখার নির্দেশ দেন জেলা নির্বাচনী অফিসার অমিতাভ রাজখোয়া। তাছাড়া ভোটের দিন নির্বাচন আচরণ বিধি ভঙ্গ হলে সঙ্গে সঙ্গে মোবাইল সি ভিজিল অ্যাপসের মাধ্যমে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো যাবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে সি ভিজিল অ্যাপস তৈরি করেছে যা গুগল-এ গিয়ে ডাউনলোড করা যাবে বলে জানিয়েছেন জেলাশাসক অমিতাভ রাজখোয়া। তাছাড়া ডিমা হাসাও জেলায় রাজনৈতিক দল ও নির্বাচনের প্রার্থীদের ব্যয় সংক্রান্ত রিপোর্ট আগামী ৮, ১২ ও ১৬ এপ্রিল ৩ নম্বর ডিফু লোকসভা আসনের রিটার্নিং অফিসারের কাছে ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষণের জন্য দাখিল করতে হবে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.