Header Ads

লুঙ্গি-ধুতির ভোট চাই না, অসমের সন্তান খিলঞ্জিয়াদের ভোটে জিতবে বিজেপি, দাবি হিমন্ত বিশ্ব শর্মার


লোকসভা নিৰ্বাচন ২০১৯
অমল গুপ্ত, গুয়াহাটিঃ অসমে আগামী ১১ এপ্রিল উজান আসামের ৫টি লোকসভা কেন্দ্র তেজপুর, কলিয়াবর, যোরহাট, ডিব্রুগড় এবং লখিমপুরে প্রথম দফার ভোট হচ্ছে। মোট ৭ লক্ষ ৫১ হাজার ২৮৪ জন ভোটার ভোট দেবেন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩৮ লক্ষ ২৭ হাজার ৮১১। মহিলা ভোটারের সংখ্যা ৩৬ লক্ষ ৮৮ হাজার ৩১৫। ৯ হাজার ৫৭৪টি পোলিং স্টেশন থাকবে। প্রতিটি পোলিং স্টেশনে একটি ইভিএম-এর সঙ্গে একটি করে ভিভিপ্যাট মেশিনও থাকবে। অসমে নির্বাচনী প্রচারে প্রায় সব দলের নেতারা উজানে ভীড় জমিয়েছেন। বিজেপি সরকারের প্রচারের অন্যতম প্রধান মুখ তথা নাডার চেয়ারম্যান মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার প্রাৰ্থী তপন গগৈয়ের পক্ষ্যে ডুমডুমা টিয়কে জোর প্রচার চালান। তিনি বলেন- লুঙ্গি ধুতি পড়া মানুষদের ভোট তাদের চাই না। অসম সন্তান খিলঞ্জিয়াদের (ভূমিপুত্ৰ) ভোটে বিজেপি জয়ী হবে। হিমন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এর তীব্র সমালোচনা করে বলেন তরুণ গগৈ আবার মুখ্যমন্ত্রী হলে অসমের জাতীয় প্রতীক হবে লুঙ্গি। বলেন- তরুণ গগৈ বলেছেন অসমের মহিলারা এক এক জন হেমামালিনি। তার প্রশ্ন মহিলাদের দ্বারা পরিচালিত আত্ম সহায়ক গোষ্ঠীগুলিকে মাত্র ৫ হাজার টাকা দিলে কি হেমা মালিনী হতে পারবেন? বিজেপি সরকার ২৫ হাজার টাকা করে দিচ্ছে। গতবছর যারা ২৫ হাজার টাকা পেয়েছে এবার সেই মহিলা গোষ্ঠীকে ৫০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। দেশে আবার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি বসবেন বলে দাবি করে হিমন্ত বলেন পাঠশালার ছোট ছোট শিশু ছাত্ররা বলছে আবার তাদের প্রধান মন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। আজ ছিল বিজেপির ৪০তম প্রতিষ্ঠা দিবস। বিজেপির গুয়াহাটি প্রধান কাৰ্যালয়ে সভাপতি রঞ্জিত দাস রাজ্যবাসীকে প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জ্ঞাপন করে দাবি করেন প্রথম দফায় ৫টি আসনে বিজেপি জয়ী হবে। অখিল গগৈয়ের কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কয়েকজন সদস্য এদিন অনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। তারা অভিযোগ করেন কংগ্রেস দলের কাছে বিপুল পরিমাণ টাকা নিয়ে অখিল গগৈ বিজেপিকে হারানোর জন্য কংগ্রেসে পক্ষে কাজ করছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.