এএস২১ প্যাকেজের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত অংশের সড়ক সংস্কারে সম্পূর্ণ উদাসীন নাহাই
বিপ্লব দেব, হাফলংঃ শিলচর-হাফলং ১৫৪ নম্বর জাতীয় সড়ক (সম্প্রসারণ)-য়ের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার অংশ জরুরিকালীন ভিত্তিতে সংস্কারের কাজ শুরু হওয়ার কথা থাকলেও জাতীয় সড়কের ওই অংশে এখনও সংস্কারের কাজ শুরু হয়নি। লামডিং-শিলচর ১৫৪ নম্বর জাতীয় সড়ক (সম্প্রসারণ)-য়ের এএস ২১ প্যাকেজের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও এবং এএস ২২ প্যাকেজের মাইবাং থেকে জাটিঙ্গা অংশ দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার মরশুম আসার সঙ্গে সঙ্গে এই জাতীয় সড়কের অবস্থা আরও অচল হয়ে পড়ে। গত ১৩ এপ্রিল হাফলং জেলাশাসকের কনফারেন্স হলে ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়ার সঙ্গে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (নাহাই)-র গুয়াহাটি আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার এস কে ভার্মার এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এস কে ভার্মা জেলাশাসককে জানান এএস ২২ প্যাকেজের মাইবাং থেকে জাটিঙ্গা অংশ সংস্কারের জন্য ইতিমধ্যে ৪৯ কোটি টাকা বরাদ্দ করেছে নাহাইর দিল্লি কার্যালয়। তবে নির্বাচন আচরন বিধি বলবৎ থাকার দরুন রাস্তার ওই অংশের সংস্কার কাজের জন্য টেন্ডার ডাকা সম্ভব হয়নি। অন্য দিকে নাহাইর ম্যানেজার জেলাশাসকে অবগত করে যে এএস ২১ প্যাকেজের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশ সংস্কার কাজের জন্য নাহাই-র দিল্লি কার্যালয় ২৪ কোটি টাকা বরাদ্দ করলেও ওই টাকা এখনও আসেনি। তবে ওই অংশের সড়ক সংস্কারের জন্য অতিরিক্ত আরও ২০ কোটি টাকা বরাদ্দ করার জন্য দিল্লির নাহাই কার্যালয়ে পাঠানো হয়েছে। নাহাই-র গুয়াহাটি আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার এস কে ভার্মা গত ১৩ এপ্রিল জেলাশাসক অমিতাভ রাজখোয়ার সঙ্গে বৈঠকে জানিয়েছিলেন বর্ষার মরশুমের কথা মাথায় রেখে গত ১৪ এপ্রিল থেকে জরুরিকালীন ভিত্তিতে শিলচর-হাফলং জাতীয় সড়কের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার অংশে সড়ক সংস্কারের কাজ শুরু হবে। কিন্তু জেলাশাসকের সঙ্গে নাহাই কর্তৃপক্ষের ওই বৈঠকের ১৪ দিন পেরিয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত সড়ক সংস্কারে হাত দেয়নি নাহাই কর্তৃপক্ষ। আসলে নাহাই কর্তৃপক্ষ জাতীয় সড়কের এএস২১ প্যাকেজ ও এএস২২ প্যাকেজ নিয়ে সম্পূর্ণ উদাসীন। বার কয়েক এনিয়ে বিভিন্ন সময় ডিমা হাসাও জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠকে বসে সড়ক সংস্কার করার আশ্বাস দেওয়ার পরও নাহাই কর্তৃপক্ষ বেহাল সড়ক পথটি সংস্কারে তেমন আন্তরিকতা দেখায় নি। এবারও জেলাশাসকের সঙ্গে বৈঠকের জাটিঙ্গা হারাঙ্গাজাও সড়ক জরুরিকালীন ভিত্তিতে সংস্কার করা হবে বলে জেলাশাসককে নাহাই-র ম্যানেজার এস কে ভার্মা আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। তারপর ও আশ্চর্যজনক ভাবে ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়া নাহাই কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ।









কোন মন্তব্য নেই