Header Ads

ডিটেনশন ক্যাম্পে বন্দি বাঙালিদের সুবিচারের দাবি হর্ষ মান্দার

নয়া ঠাহর, গুয়াহাটি: মানবাধিকার কর্মী  হর্ষ মান্দার  সুপ্রিমকোর্টে আসামের    ডিটেনশন  ক্যাম্পগুলিতে বন্দি হিন্দু-মুসলিম  উভয়  সম্প্রদায়ের নিরপরাধ বাঙালিদের দুরবস্থার কথা  তুলে  ধরে সুবিচারের  দাবি  জানিয়েছেন। 
গতকাল  আসাম সরকারের পক্ষে মুখ্যসচিব আলোক কুমার হলফনামা  দাখিল  করে ৫ বছর ধরে ডিটেনশন ক্যাম্পে বন্দি মহিলা, বৃদ্ধ ও শিশুদের ৫ লক্ষ টাকার বন্ড  নিয়ে মুক্তি দেওয়ার প্রস্তাবের বিরুদ্ধে শুক্রবার রাজ্যের বিভিন্ন  সংগঠন  প্রতিবাদমুখর হয়েছে।  
কৃষক মুক্তি সংগ্রাম সমিতির  নেতা অখিল গগৈর  অভিযোগ, বিজেপি বাংলাদেশ  থেকে ১ কোটি ৯০ হাজার বাঙালি হিন্দু রাজ্যে এনে মুসলিমদের বিতারণ করে দেশকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে। বিজেপি, আরএসএস-এর  চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। 
আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য সংশ্লিষ্ট বিষয়টি কেন্দ্র এবং রাজ্য সরকারের গভীর চক্রান্ত বলে অভিযোগ করেন। জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদের দাবি, ডিটেনশন  ক্যাম্পে বন্দিদের বাংলাদেশ পাঠাতে হবে।  গত ৮ এপ্রিল  আসাম   সরকার   সুপ্রিমকোর্টকে জানায়, আসামে ৪৪  হাজার অবৈধ  বিদেশিকে খুঁজে পাওয়া  যাচ্ছে না। মাত্র ৪ জনকে বিতারণ করা  হয়েছে। আসামে এক হাজার   বিদেশি ট্রিবিউনাল বানানো হবে। আসাম সরকারের এই ভূমিকা দেখে সুপ্রিমকোর্টের পাশাপাশি রাজ্যের জাতীয়তাবাদী মহল তীব্র   ক্ষোভ  প্রকাশ করছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.