Header Ads

গুয়াহাটি মহানগরের রাস্তায় সিটিবাসের দেখা নেই, দুৰ্ভোগে সাধারণ মানুষ

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ গুয়াহাটি মহানগরের রাস্তায় সোমবার সকাল থেকেই সিটি বাসের দেখা নেই। ফলত চরম অসুবিধায় পড়তে হয়েছে সাধারণ লোকেদের। ঘন্টার পর ঘন্টা ধরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার পর দেখা মেলেনি কোনও বাসের। ভোটের জন্য সব বাস রিজাৰ্ভ হওয়ায় সপ্তাহের প্ৰথম দিন স্বভাবিক ভাবেই চরম অসুবিধায় পড়তে হয়েছে আম জনতাকে। মঙ্গলবার অৰ্থাৎ ২৩এপ্ৰিল অসমের চার কেন্দ্ৰে তৃতীয় দফার লোকসভার নির্বাচন। ভোট হবে গুয়াহাটি, ধুবড়ি, বরপেটা এবং কোকরাঝাড়ে। নির্বাচনের কাজকর্মের জন্য প্রশাসন মহানগরের প্রায় ৯০শতাংশ সিটিবাস ব্যবহার করছে। ফলত বেশ কয়েক দিন ধরেই গুয়াহাটিতে সিটি বাস কম চলাচল করতে দেখা গেছে। যে কয়টি বাস চলছে তাতে দেখা গেছে প্রচুর ভিড়। সময়মতো নিজের গন্তব্য স্থানে যেতে পাড়েননি সাধারণ মানুষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.