Header Ads

পানীয়জলের সংকটের নিরসনে ব্যর্থ বরাক জনস্বাস্থ্য কারিগরী বিভাগ

নয়াঠাহর প্রতিবেদন, পাঁচগ্রামঃ সারা উপত্যকা জুড়ে বিশুদ্ধ পানীয়জলের তীব্র সংকটের নিরসনে ব্যর্থতার পরিচয় দিয়েছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী বিভাগ। পাশে থাকা বৃহৎ নদী বরাককে উৎস করে নিলেই পানীয়জল সরবরাহের স্থায়ী সমাধান হতো। এনিয়ে সম্পূর্ণ উদাসীন উপত্যকার পনেরোজন  বিধায়ক সহ বরাকের একমাত্র পূর্ণ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। 
হাইলাকান্দি জিলার পানীয়জল সমস্যার সমাধানে অবতীর্ণ হন পাঁচগ্রাম জিপির নবনির্বাচিত সভাপতি সূরজ সেন ও নেতাজী ছাত্র যুব সংস্থার কর্মকর্তারা। সম্প্রতি জনস্বাস্থ্য কারিগরী বিভাগের কার্যনির্বাহী অভিযন্তা এম দাসের সঙ্গে রুদ্ধধার বৈঠকে মিলিত হয় সময়সীমা প্রদান করে জানিয়ে দেন স্থানীয় জনগন উত্তেজিত হয়ে বৃহত্তর  আন্দোলনে পা বাড়ালে দায়ী হবে বিভাগীয় আধিকারিক সহ হাইলাকান্দি জিলা প্রশাসন। বৈঠকে সামিল ছিলেন নেতাজী ছাত্র যুব সংস্থার যুগ্ম-সম্পাদক সানি রায়, পাঁচগ্রাম জিপির সভাপতি সূরজ সেন, গ্রুপ সদস্য যথাক্রমে মানস দাস, অরুপ দাস, বড়কা মাল্লাহ, কৃপাসিন্ধু দাস সহ প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.