রুদ্রানী ক্লাবের পুলওয়ামা শহীদ তর্পণ
চার্ব্বাক দেব, হাইলাকান্দিঃ পুলওয়ামার প্রাণ বিসর্জ্জণ দেওয়ার ঘটনা পর হাইলাকান্দির গ্রামাঞ্চল বোয়ালিপারের 'রুদ্রানী ক্লাব' শহীদের প্রতি এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানায়। এরই পরিপেক্ষিতে সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল এক ইমেইল যোগে রুদ্রানী ক্লাবের সম্পাদক অভ্রাংশু চৌধুরীকে প্রাপ্তি সংবাদ সহ সহমর্মিতা জন্য ধন্যবাদ জানান। ক্লাবের তরফ থেকে এখবর নয়া ঠাহর প্রতিবেদনকে জানান হয়।









কোন মন্তব্য নেই