Header Ads

গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস ট্রেনে অত্যাধুনিক কোচ যুক্ত হল



বিপ্লব দেব, হাফলংঃ  শিলচর-গুয়াহাটি ও গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস ট্রেনে এখন অনেক আরাম দায়ক যাত্রা করতে পারবেন রেলযাত্রীরা। ১৫৬১১ শিলচর-গুয়াহাটি এবং ১৫৬১২ গুয়াহাটি-শিলচর ট্রেনে এবার উন্নত মানের কোচ যুক্ত করা হল। রবিবার থেকে এই অত্যাধুনিক কোচ যুক্ত গুয়াহাটি শিলচর এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয়েছে। আগের পুরনো কামরার রং বদলে ফেলা হয়েছে। অত্যাধুনিক এই কামরায় লাইট ফ্যান থেকে শুরু করে টয়লেট সব পাল্টে দেওয়া হয়েছে। পুরনো আইসিএফ কোচ বদল করে আরামদায়ক উৎকৃষ্ট কোচ যুক্ত করা হয়েছে ট্রেনটিতে। ভারতীর রেল অনান্য ট্রেন গুলিতে পুরনো কোচ বদলের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পর্যায়ে উত্তর পূর্ব সীমান্ত রেল ১০ টি ট্রেনকে  উৎকৃষ্ট মানের কোচের সঙ্গে যুক্ত করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে নতুন এই ব্যবস্থায় যাত্রী স্বাচ্ছ্যন্দের বিষয়টিকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এসি কোচ গুলিতে রয়েছে ডিমার রিডিং ল্যাম্পের সুবিধা। তাছাড়া রয়েছে টেম্পারেচারের ইন্ডিকেটর। এমনকি সাধারণ কোচে বসানো হয়েছে অ্যান্টি স্কিড ফ্লোর। তাছাড়া রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা সহ ডেস্টিনেশন বোর্ড যার মাধ্যমে দেখা যাবে ট্রেনটি কোন স্টেশনে আসছে বা তার পরবর্তী স্টেশন কোনটি। এসব অত্যাধনিক ব্যবস্থা যুক্ত গুয়াহাটি-শিলচর ট্রেনটি রবিবার গুয়াহাটি থেকে যাত্রা শুরু করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.