মুখ্যমন্ত্রীর সভার ময়দানে চিতা বাঘের বিচরণ, ট্রাঙ্কুলাইজ করে কাবু করা হয়
প্ৰতীকী ছবি
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ বন ও বন্য প্রাণী রক্ষায় কোনও রাজনৈতিক দলই আন্তরিক নয়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল যখন শোনিতপুর জেলার বরচলা হাইস্কুল ময়দানে নির্বাচনী ভাষণ দিচ্ছিলেন তখনই এক প্রকাণ্ড চিতা বাঘ ওই ময়দানের আশেপাশে ঘোরাফেরা করছিল। বন রাজা কি কোনও দাবি জানাতে এসেছিল রাজ্যের রাজার কাছে? চিতাটিকে শেষ পৰ্যন্ত ট্রাঙ্কুলাইজের মাধ্যমে অচেতন করে গুয়াহাটি চিরিয়াখানায় পাঠানো হয়। অপরদিকে, নারাঙ্গিতে সেনা শিবিরের জওয়ানরা মাটিতে গজাল পুঁতে বুনো হাতিদের বাধা দিচ্ছে, যাতে হাতিরা সেনাদের মজুত খাদ্য ভাণ্ডারে হানা না দেয়। এই অমানবিক কাজের ফলে তিনটি হাতি গুরুতর আহত হয়েছে বলে সংবাদ সূত্রে জানা গেছে।









কোন মন্তব্য নেই