Header Ads

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে জয়ী শিব থাপা ও লাভলিনা বরগোঁহাই


নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ এশিয়ান বক্সিং চাম্পিয়নশিপে জয়ী হলেন শিপ থাপা । লাইট ওয়েটের প্রারম্ভিক রাউন্ডে জয়ী হয় শিব । দক্ষিণ কোরিয়ার কিম উন হককে ৪-১ ব্যবধানে পরাস্ত করে শিব। রবিবারে পরবর্তী রাউন্ডে কিরগিস্তানের বক্সারের বিরুদ্ধে খেলবে শিব থাপা। ওদিকে ব্যাংককের আইবা এশিয়ান বক্সিংয়ে জয়ী হন  লাভলিনা। ভিয়েতনামের বক্সারকে ৫-০ র ব্যবধানে পরাস্ত করে লাভলিনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.