Header Ads

১৫৪ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে নাহাই-র সিজিএমকে বৈঠকে ডাকলেন জেলাশাসক

বিপ্লব দেব, হাফলংঃ ১৫৪ নম্বর জাতীয় সড়ক (সম্প্রসারণ)-য়ের এএস ২১ প্যাকেজের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত অংশ ও এএস ২২ প্যাকেজের মাইবাং থেকে জাটিঙ্গা পর্যন্ত সড়কের বেহাল দশা নিয়ে এবার নড়েচড়ে বসলেন ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়া। মঙ্গলবার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক  অমিতাভ রাজখোয়া এক চিঠিতে আগামী ১৩ এপ্রিল জেলাশাসকের সভাকক্ষে সড়কের বেহাল দশা নিয়ে এক জরুরি বৈঠকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (নাহাই)-র সিজিএমকে উপস্থিত থাকার কথা বলেন। চিঠিতে জেলাশাসক উল্লেখ করেন এই নাহাই-র সিজিএম যাতে এই চিঠি ইলেকশন আর্জেন্ট হিসেবে বিবেচনা করে আগামী ১৩ এপ্রিলের জরুরি বৈঠকে উপস্থিত থাকেন। উল্লেখ্য, ভোটকর্মীদের যাতে নিজেদের ভোটগ্রহণ কেন্দ্রে যেতে কোনও সমস্যায় পড়তে না হয় সেদিকে লক্ষ্য রেখে যাতে সড়কটি অবিলম্বে সংস্কার করে তোলা হয়। কারণ দ্বিতীয় পর্যায়ে আগামী ১৮ এপ্রিল পশ্চিম কার্বি-আংলং কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা মিলে ৩ নম্বর ডিফু তফশিলী জনজাতি সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.