কংগ্রেস বিজেপি-র পর ডিমা হাসাও জেলায় এবার ভোটের প্রচারে এএসডিসি ও এপিএইচএলসি
বিপ্লব দেব, হাফলংঃ কংগ্রেস বিজেপির পর এবার ডিমা হাসাও জেলায় নির্বাচনী প্রচারে নামলেন আঞ্চলিক রাজনৈতিক দল এএসডিসি-র প্রার্থী হলিরাম টেরাং ও এপিএইচএলসি-র প্রার্থী জনস ইংতি কাথার। তবে এনপিপি দলের প্রার্থী লিয়েন খচন এখনও ডিমা হাসাও জেলায় প্রচারে আসেননি। কারণ এনপিপি ডিমা হাসাও জেলা কমিটির সভাপতি সমরজিৎ হাফলংবার এবার কংগ্রেসে যোগ দেওয়ায় মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার এনপিপি দলের পাহাড়ে তেমন সাংগঠনিক শক্তি নেই। এবারের লোকসভা নির্বাচনে পশ্চিম কার্বি-আংলং কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা মিলে ৩ নম্বর ডিফু তফশিলী জনজাতি সংরক্ষিত লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট ৫ জন প্রার্থী। কংগ্রেসের বীরেন সিং ইংতি, বিজেপি-র হরেন সিং বে, এএসডিসির হলিরাম টেরাং, এনপিপি-র লিয়েন খচন ও এপিএইচএলসি-র প্রার্থী জনস ইংতি কাথার। তবে কংগ্রেসের দূর্গ হিসেবে পরিচিত ডিফু লোকসভা আসনে কার্যত লড়াই কংগ্রেস ও বিজেপি-র মধ্যে সীমাবদ্ধ থাকবে। কারণ বর্তমানে বাকি ৩টি রাজনৈতিক দলের পাহাড়ি জেলাতে সাংগঠনিক ভিত তেমন মজবুদ নয়। তাছাড়া কংগ্রেসের অধিকাংশ নেতা কর্মীদের বক্তব্য কংগ্রেস দল বর্ষীয়ান বীরেন সিং ইংতিকে প্রার্থী করে বিজেপিকে ওয়াক ওভার দিয়ে দিয়েছে। তারপর অসমের এই অন্যতম তিনটি পাহাড়ি জেলার রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডিফু লোকসভা আসনে মূলত কংগ্রেস ও বিজেপি-র মধ্যে লড়াইয়ের সম্ভাবনা প্রবল। এদিকে বিজেপি ডিমা হাসাও জেলার বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী হরেন সিং বে-র হয়ে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার মাইবাং দূর্গাবাড়িতে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা নির্বাচনী জনসভায় অংশ নেন। বুধবার হাফলং টাউন কমিটির মাঠে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ডিফু লোকসভা আসনের প্রার্থী হরেন সিং বে-র নির্বাচনী প্রচার চালাবেন। এদিকে পশ্চিম কার্বি-আংলং কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা মিলে একমাত্র ৩ নম্বর ডিফু তফশিলী জনজাতি সংরক্ষিত লোকসভা আসনে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৭ লক্ষ ৮৩ হাজার ৭১১ জন তারমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে ৩ লক্ষ ৯৯ হাজার ১৯৫ ও মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে ৩ লক্ষ ৮৪ হাজার ৫০৯ জন। ডিফু লোকসভা আসনের অন্তর্গত হাফলং বোকাজান হাওরাঘাট ডিফু বৈঠালাংশু ৫ টি বিধানসভা আসন মিলে মোট ভোটগ্রহণ কেন্দ্র হচ্ছে ১ হাজার ১৪৭ টি। অন্যদিকে ডিমা হাসাও জেলায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে ১ লক্ষ ৩৪ হাজার ৯৪৯ জন তারমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৮ হাজার ২১৮ এবং মহিলা ভোটারের সংখ্যা ৬৬ হাজার ৭৩১ জন। মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ২৪২ টি।








কোন মন্তব্য নেই