নাচে গানে, পদযাত্রায় মঙ্গলবার প্রথম দফার প্রচার অভিযান শেষ হল
ছবি, সৌঃ জিপ্লাস
অমল গুপ্ত, গুয়াহাটিঃ ১১ এপ্রিল প্রথম দফা নির্বাচন। মঙ্গলবার ছিল প্ৰচারের শেষ দিন। ৭৬০৩৪৫৮ জন ভোটার ৪১ জন প্রাথীর মধ্যে থেকে ৫ লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচন করবেন। ১৫ এপ্রিল অসমে রঙালি বিহু উৎসব শুরু হবে। মাঠে ঘাটে সর্বত্র ঢোল মাদল বাঁশির সুর, কপৌ ফুলের সুবাস, এর মাঝেই নির্বাচন। তাই স্বাভাবিকভাবেই নির্বাচনী প্রচারে রোড শো,পদযাত্রায় ছিল নাচ, গান, বিহু নৃত্য। বিজেপির প্রচার ছিল তুঙ্গে, আকৌ এবার মোদি সরকার- গায়ক সীমান্ত শেখরের এই গান বিজেপির নেতা কৰ্মীদের মুখে মুখে। স্টার ক্যাম্পেনার হিমন্ত বিশ্ব শর্মাকে এর আগে এভাবে রাস্তাঘাটে নাচতে দেখা যায়নি। বরাকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রচারে ছিলেন। কলিয়াবরে কংগ্রেস সাংসদ তথা প্রাথী গৌরব গগৈয়ের সমর্থনে এসেছিলেন অভিনেত্রী নাগমা। তিনি ঘোষণা করেন গৌরব এবার অসমের মুখ্যমন্ত্রী পদে বসবেন। গৌরবের বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এদিন রাহুল বলতে গিয়ে ভুল করে বলে ফেলেন রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হবেন। হিমন্ত এদিন বলেন নাগরিকত্ব সংশোধনী বিল ভোটে প্রভাব পড়বে না। দাবি করেন প্রথম দফার পাঁচ কেন্দ্র লখিমপুর, তেজপুর, কলিয়াবর, যোরহাট এবং ডিব্রুগড় এই সব আসনে বিজেপি জয়ী হবে। হিমন্ত নগাঁও কেন্দ্রে প্রার্থী প্রদ্যুৎ বরদলাই এবং কংগ্রেস বিধায়ক রকিবুল হুসেনকে ডেডলি কম্বিনেশন বলে কটাক্ষ করেন। বলেন- বরদলৈ পরাজিত সৈনিক। এদিন ৭০টি সংগঠন সাংবাদিক সম্মেলন ডেকে নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থক বিজেপি এবং এআইইউডিএফকে ভোট না দেওয়ার আবেদন জানিয়েছে। সাংবাদিক সম্মেলনে পলাশ সাংমা এবং অখিল গগৈ এই আহ্বান জানান। এদিন অগপ গোলাঘাটে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে নাগরিকত্ব সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করেছে। আসামকে বিশেষ মর্যাদা, আর্থ সামাজিক, রাজনৈতিক অধিকার সাব্যস্ত, বন্যা, ধসকে জাতীয় সমস্যা বলে গণ্য করা। সীমা সমস্যা সমাধান ইত্যাদি দাবি জানানো হয়েছে।









কোন মন্তব্য নেই