Header Ads

কার্বি পাহাড়ের বোকাজান থেকে ১০ লক্ষ টাকার জাল নোট সহ এক মহিলা সহ ৪ জন গ্রেফতার

     


 বিপ্লব দেব, হাফলংঃ কার্বি-আংলং পুলিশ এক বড়সড় জাল নোট কারবারের রেকেটকে উৎখাত করতে সক্ষম হয়েছে মঙ্গলবার। কার্বি-আংলং জেলার বোকাজান থেকে  ১০ লক্ষ ১৬ হাজার ৩৫০ টাকার জাল নোট বাজেয়াপ্ত করল বোকাজান ও খটখটি পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে বোকাজানের এসডিপিও পদ্ম পেগুর নেতৃত্বে বোকাজান পুলিশ ও খটখটি পুলিশ যৌথ অভিযান চালিয়ে বোকাজান থানার অন্তর্গত দারুগাবাগান এলাকা থেকে এক মহিলা ও এক ব্যাক্তিকে জাল নোট সহ গ্রেফতার করা হয় মঙ্গলবার। ধৃতদের নাম ক্রমে জেমস গয়ারি ও আখিনলা ইয়েমচুংগার। এদের কাছ থেকে পুলিশ ৮ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে। যার মধ্যে রয়েছে ৫০০, ২০০, ১০০ ও ৫০ টাকার জাল নোট। এছাড়া ধৃতদের কাছ থেকে এন এল ০৭ আর ৯৪৯৬ নম্বরের একটি স্কুটি বাজেয়াপ্ত করে পুলিশ। এদিকে ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মহম্মদ আব্দুল মালিক ও তাজ উদ্দিন নামের আরও দুই ব্যাক্তিকে ২ লক্ষ ১৬ হাজার ৩৫০ টাকার জাল নোট সহ বোকাজান পুলিশ গ্রেফতার করে। ধৃত ওই দুই ব্যাক্তির কাছ থেকে স্ক্যানার মেশিন কম্পিউটার সেট, জেরক্স মেশিন ৫ টি মোবাইল হ্যান্ড সেট কেমিক্যাল কালার বাজেয়াপ্ত করে বোকাজান পুলিশ। বোকাজান পুলিশ সূত্রে জানা গেছে ১০ লক্ষ টাকার বেশী জাল নোট ধৃতরা নাগাল্যান্ডে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.