মাঝরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ভারত সহ তিন প্রাতিবেশী দেশ
নয়া ঠাহর, গুয়াহাটি: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের প্রতিবেশী তিন দেশ। গভীর রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে আসাম, অরুণাচল প্রদেশ। একই সাথে চীন ও মায়ানমারের কম্পন অনুভূত হয়। বুধবার সকালে নেপালে দুবার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা । বুধবার রাতে তিনটি দেশে কম্পনের মাত্রা ছিল ৫.৯। উৎসস্থল ছিল ডিব্রুগড়।
ওদিকে বুধবার গভীর রাতে প্রায় দুটোর সময় অরুণাচল প্রদেশের শক্তিশালী কম্পন অনুভূত হয় তিব্বতের বিভিন্ন অংশে।
বুধবার রাতে ভূমিকম্প হয় চীন ও মায়ানমারের কিছু জায়গা।বুধবার সকালে নেপালে দুবার কম্পন হয়েছে। প্রথমটি সকাল ৬টা বেজে ২৯ মিনিটে ও দ্বিতীয়টি হয় ৬টা বেজে ৪০ মিনিটে।প্রায় ১০মিনিটের ব্যবধানে দ্বিতীয় কম্পানটি অনুভূত হয়।রিখটার স্কেলে ৫.২ ও ৪.৮ কম্পন ধরা পড়েছে।তবে কোনো ক্ষয়ক্ষতির খবর








কোন মন্তব্য নেই