ডিফু আপার ডিলাজি এল পি স্কুলে ফের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে শেষ হয়, ভোট পড়েছে ৭০-৭৮ শতাংশ
বিপ্লব দেব, হাফলংঃ কার্বি-আংলং পশ্চিম কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা মিলে ৩ নম্বর স্বশাসিত ডিফু সংসদীয় আসনের ১৩৬ নম্বর আপার ডিলাজি এল পি স্কুলের উপনির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়। ভোটের হার ৭০-৭৮ শতাংশ। তবে ওই ভোটগ্রহণ কেন্দ্রে গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত ভোট থেকে ভোটের হার কিছুটা কমেছে। ডিফু সংসদীয় আসনের ১৩৬ নম্বর আপার ডিলাজি এল পি স্কুল ভোটগ্রহণ কেন্দ্রের অধীনে ছয়টি গ্রামের মোট ভোটার সংখ্যা ৬৮৮ গত ১৮ এপ্রিল ওই ভোটগ্রহণ কেন্দ্রে ভোট পড়েছিল ৫২৮টি। তবে বুধবারের উপনির্বাচনে ৫২৮ টি ভোটের জায়গায় ভোট পড়ল ৪৮৭টি। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ডিফু সংসদীয় আসনে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও ১৩৬ নম্বর আপার ডিলাজি স্কুলে এদিন ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৫ মিনিটের মধ্যে ইভিএম মেশিন বিকল হয়ে পড়ে। তারপর ইভিএম বদল করে পুনরায় ভোটগ্রহণ শুরু হলে কিছুটা বিসংগতি থেকে যায়। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ভিপিপেট থেকে মকপলের ছয়টি স্লিপ বের করে রাখতে ভুলে যাওয়ার দরুন ওই ভোটগ্রহণ কেন্দ্রে পুনর্ভোট গ্রহণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। বুধবার সকাল ৭ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়।








কোন মন্তব্য নেই