Header Ads

পশ্চিমবঙ্গে রাজনৈতিক রণে অবতীর্ন ত্রিপুরার মুখ্যমন্ত্রী


ছবি, সৌঃ নিউজ১৮.কম
নয়া ঠাহর প্রতিবেদন, আগরতলাঃ ত্রিপুরায় বিজেপি প্রার্থীদের জয়ী করার স্টার প্রচারকের ভূমিকার দায়িত্ব পালনের পর এবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে নামার জন্য তৈরি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কেন্দ্রীয় বিজেপি বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গে দেবের প্রচারের ঝড়ো কর্মসূচি হাতে নিয়েছেন। বিজেপির কেন্দ্রীয় প্রচার কর্মসূচি নির্ধারক তথা কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নখবী  মুখ্যমন্ত্রী দেবের প্রচার কর্মসূচি তৈরি করে ত্রিপুরায় পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী ২৫ এপ্রিল আসানসোল, বোলপুর আর দুর্গাপুরে বিজেপি প্রার্থীদের পক্ষে নির্বাচনী সভাকে সম্বোধন করবেন । শুক্রবার বিষ্ণুপুর, বাঁকুড়া আর আরামবাগের জনসভাকে সম্বোধন করে বিজেপি প্রার্থীদের জন্য বাংলার জনতার কাছে ভোট চাইবেন। দেব বিজেপির একমাত্র বাংলাভাষী মুখ্যমন্ত্রী। দেবের ইমেজকে পশ্চিমবাংলায় ব্যবহার করতে চাইছেন বিজেপির শীর্ষ নেতারা। পশ্চিমবঙ্গে এর আগেও দেব পরিবর্তন যাত্রা সহ আরও অনেক সভা করার জন্য পার্টির ডাক পেয়েছেন়। ত্রিপুরায় একমাত্র স্টার প্রচারকের ভূমিকা পালন করতে তথা রাজ্যের লোকসভা নির্বাচন সম্পন্ন করতে নিজেকে ত্রিপুরা পর্যন্তই সীমাবদ্ধ রেখেছিলেন তিনি। ত্রিপুরায় লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন মুখ্যমন্ত্রীর সারা রাজ্যে প্রায় ১০০ টি নির্বাচনী জনসভা ও রোড শো আয়োজিত হয় যা দৃষ্টান্তমূলক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.