Header Ads

গুয়াহাটি চিড়িয়াখানায় এলো দুটি নতুন অতিথি

ছবি, সৌঃ জিপ্লাস

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ  গুয়াহাটি চিড়িয়াখানায় এলো দুটি নতুন অতিথি। কালো ভাল্লুকের দুটি  শাবকের জন্ম হল। দীর্ঘ ৬৪ দিন চিড়িয়াখানায় মাটির নিচে প্রায় ১৫ ফুট গর্ত খুঁড়ে মা ভাল্লুক দুই  সন্তানকে আগলে লুকিয়ে রেখে ছিল। চিড়িয়াখানা কর্তৃপক্ষ টেরই পাননি। শাবক সহ রানী নামে  ভাল্লুকের খবরে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিরাট খুশি। বুধবার ডিএফও জানান, শাবকদুটি দারুন সুন্দর দেখতে। ৩ মাস পর  দর্শকদের জন্যে শাবকদুটি দেখানোর  ব্যবস্থা করা হবে। বৰ্তমানে দুটি শাবকই সুস্থ আছে। চিকিৎসকরা নবাগত দুটিকে অবজারভেশনে রেখেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.