Header Ads

কলকাতায় অনুষ্ঠিত হল ব্ৰহ্মপুত্ৰ ডান্স ফেস্টিভেল


নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ  কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড০ ত্ৰিগুণা সেন প্ৰক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল ব্ৰহ্মপুত্ৰ ডান্স ফেস্টিভেল। অসমের গুয়াহাটির মঞ্জরি ডান্স একাডেমির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রখাত শিল্পী ড০ মল্লিকা কন্দলি এবং তাঁর শিষ্য গাৰ্গী বরদলৈ, সেউজপ্ৰিয়া বরঠাকুর গোস্বামী, জলিমণি শইকিয়া অনুষ্ঠানটিতে সত্ৰীয় নাচ প্ৰদৰ্শন করেন। অনুষ্ঠানে ড০ নিতা বিদ্যাৰ্থী, তরুণ বসু, ড০ মৃদুল বসু, জয়া শিল ঘোষ, মৌসুমী সেন, রুমা সমাজদার প্ৰমুখ প্ৰখ্যাত ব্যক্তিত্বদের উপস্থিতি ছিল। অনুষ্ঠানটিতে সুর সহযোগিতায় ছিল বনান্তি চক্ৰবৰ্তীর পরিচালনায় কলকাতার ‘মনন’ মিউজিক্যাল ব্যান্ড। নয়া ঠাহরকে একথা জানালেন ফেস্টিভেলের ডিরেক্টর তটিনী দাস। তিনি আরও জানান- নতুন প্ৰজন্মকে সত্রীয় নাচের প্ৰতি আকৰ্ষিত করতে এবং এই নাচের ফৰ্মটিকে আগামী দিনেও টিকিয়ে রাখতেই তাঁদের এই ক্ষুদ্ৰ প্ৰচেষ্টা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.