Header Ads

হিমন্ত বিশ্ব জন জোয়ারে ভাসলেন রাজদীপের রোড শোতে





  
চার্ব্বাক দেব, শিলচরঃ রাজ্য বিজেপির স্টার ক্যাম্পেনার হিমন্ত বিশ্ব শর্মা লোকসভার দলীয় প্রার্থী রাজদীপ রায়কে নিয়ে শনিবার এক জাঁকজমকপূর্ণ জোরদার রোড শো করলেন।  এদিন সন্ধ্যায় রোড় শো ইটখলা পার্টি  অফিস থেকে আরম্ভ হয় ও শহর পরিক্রমা  করে। রোড শোতে নজরকাড়া জনস্রোত দেখা যায়। মন্ত্রী হিমন্তের রোড শোয়ে বিপুল জনসমর্থনের পর রাজদীপ এগিয়ে গেলেন নির্বাচনী প্রচারে, রাজনৈতিক বিশ্লেষকদের মত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.