Header Ads

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের শতবর্ষে শহীদদের শ্রদ্ধা তর্পণ




নয়া  ঠাহর প্রতিবেদন ,কোলকাতাঃ পঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের  শতবর্ষ পূর্ণ হল। শনিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিনদর সিং  অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  সমেত  দেশের নেতৃবৃন্দ  শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শ্রদ্ধা জ্ঞাপন করে বলেছেন, এই  মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্ৰিটিশদের দেওয়া নাইট উপহার প্রত্যাখ্যান করেছিলেন। এদিন ব্রিটিশ হাই কমিশনার জালিয়ানোয়ালবাগে নিহত  শহীদদের  প্রতি শ্রদ্ধা জানান। দিন কয়েক আগে ব্রিটেনের প্ৰধানমন্ত্ৰী থেরেসা মে ব্ৰিটেনের সংসদে জালিয়ানওলাবাগের গণহত্যার ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়ে গভীর দুঃখ প্ৰকাশ করেছেন। তবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনাকে লজ্জাজনক ঘটনা বলে আখ্যা দিলেও এর জন্য ক্ষমা চান নি ব্ৰিটেনের থেরেসা মে সরকার। আর তা নিয়েই উত্তপ্ত হয়েছে ব্ৰিটিশ পাৰ্লামেন্ট। ওই ঘটনার শতবৰ্ষ উপলক্ষ্যে বিরোধীরা ওই নৃশংস ঘটনার জন্য সরকারের কাছে নিঃশৰ্ত ক্ষমা দাবি করলেও, তা না মেলায় ব্ৰিটেনের প্ৰধানমন্ত্ৰীকে তীব্ৰ সমালোচনার মুখে পড়তে হয়েছে। এর উত্তরে ব্ৰিটিশ প্ৰধানমন্ত্ৰী থেরেসা মে বলেছেন- ওই ঔপনিবেশিক ইতিহাসের জন্য তাঁর পক্ষে ক্ষমা চাওয়া সম্ভব নয়। তা ছাড়া সরকারী দফতরের ক্ষমা চাওয়ার সঙ্গে জালিওয়ানওয়ালা বাগে হতাহতদের উত্তরাধিকারীদের আৰ্থিক দায়বদ্ধতা চাপতে পারে বলে আশঙ্কা করছে ব্ৰিটেন সরকার। তবে ১৩ এপ্ৰিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের দিনটি ব্ৰিটেনেও গভীর শোকের সঙ্গে পালন করা হবে জানিয়েছেন তিনি।







কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.