কলম্বোর গিৰ্জা, হোটেলে একের পর এক বিস্ফোরণ, হত অন্তত ১৩৭জন, আহত ৪০০র ও বেশি
ছবিঃসৌ, এএনআই
কলম্বোঃ শ্রীলঙ্কায় গির্জা, পাঁচতারা হোটেলে পর পর ছ’ বার বিস্ফোরণ। হত কম পক্ষে ১৩৭, জখম হয়েছেন ৪০০রও বেশি। মৃতের সংখ্যা ক্ৰমশ বাড়ছে। প্ৰায় সারা বছরই হোটেলগুলিতে বিদেশি পর্যটকদের ভিড় থাকে। গির্জাগুলিতে এদিন ইস্টারের প্রার্থনার প্রস্তুতি চলছিল। তখনই একের পর এক বিস্ফোরণ ঘটে। রবিবার সকাল পৌনে ৯ টার সময় একের পর এক বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিস্ফোরণ হয়েছে সাংগ্রিলা, সিনামম গ্র্যান্ড ও কিংসব্যুরি-তিন পাঁচতারা হোটেলে। কলম্বোর সরকারি হাসপাতাল থেকে জানানো হয়েছে, অন্তত ২৮০ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে সেখানে। কলম্বোর
ভারতীয় হাই কমিশনের তরফে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ভারতীয় নাগরিকদের কোনওরকম
সাহায্যের জন্য ৯৪৭৭৭৯০৩০৮২, ৯৪১১২৪২২৭৮৮, ৯৪১১২৪২২৭৮৯ হেল্পলাইন নম্বরের
কথাও জানিয়েছে কমিশন। এদিন সকালের ঘটনার পর ট্যুইট করে বিদেশমন্ত্ৰী সুষমা স্বরাজ জানিয়েছেন- কলম্বোর হাই কমিশনারের সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রাখা হচ্ছে। ঘটনার ওপর নজর রাখা হচ্ছে। এদিন সকাল পৌনে ৯ টায় কলম্বোর সেন্ট অ্যান্থনিস চাৰ্চে প্ৰথম বিস্ফোরণ হয়। বিস্ফোরণের রেস কাটতে না কাটতে কাটুয়াপিটিয়ার সেন্ট সেবাস্টিয়ান চাৰ্চ ও কোচ্চিকোডের একটি গিৰ্জায় পর পর বিস্ফোরণ হয়। তিন গিৰ্জাতেই সে সময় প্ৰাৰ্থনা চলছিল। প্ৰচুফ পৰ্যটকের ভিড় ছিল। বিস্ফোরণের তীব্ৰতা এতো বেশি ছিল যে গিৰ্জার ছাদ উড়ে গেছে। লণ্ডভণ্ড হয়েছে গোটা এলাকা। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকা জুড়ে চলছে পুলিশি তল্লাশি।









কোন মন্তব্য নেই