খুব শীঘ্ৰই শক্তিপীঠ কামাখ্যা মন্দির থেকে খানাপারা পর্যন্ত চালু হচ্ছে ইলেকট্রিক বাস
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ নীলাচল পাহাড়ে শক্তিপীঠ কামাখ্যা মন্দির থেকে খানাপারা পর্যন্ত শীঘ্ৰই চালু হচ্ছে ইলেকট্রিক বাস। মহানগরবাসীর জন্য এটি একটি সুখবর যে খুব শীঘ্রই অর্থাৎ মে মাস থেকেই চালু হবে এই পরিষেবা। মহানগরবাসীদের যাত্রার সুবিধার জন্য রাজ্য সরকারের পরিবহন বিভাগ এই প্রকল্প হাতে নিয়েছে। মুম্বাই ,কোলকাতা, জয়পুর লখনৌর পর এবার গুয়াহাটিতে চলবে ইলেকট্রিক বাস। প্রথম পর্যায়ে ২৫টি বাস চালানো হবে এবং দ্বিতীয় পর্যায়ে আরো বাস চালানো হবে। এই বাসে একসাথে ৩১ জন যাত্রী সফর করতে পারবেন এবং একবার ইঞ্জিন চার্জ করার পরে এ বাস চলবে ২৫০ কিলোমিটার । এক একটি বাসের খরচা হবে ৬৫ থেকে ৯০ লাখ টাকা । এর ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানান অসম রাজ্য পরিবহন বিভাগের ম্যানেজিং ডাইরেক্টর আনন্দ প্রকাশ তিওয়ারী। এই বসে সমস্ত ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে । দিনে দিনে গুয়াহাটি মহানগরের প্রদুষণ বেড়ে চলেছে । এই ইলেকট্রিক বাস পরিষেবা চালু হলে গুয়াহাটিতে প্রদূষণ অনেকটা ঠেকানো যাবে বলে মনে করা হচ্ছে।
কোন মন্তব্য নেই