Header Ads

ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি জঙ্গি সংগঠনের ডাকা ৩৬ ঘন্টার কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা বনধে কোনও প্রভাব নেই

            


বিপ্লব দেব, হাফলংঃ রাত পোহালেই শিলচর, করিমগঞ্জ, নগাঁও, মঙ্গলদৈ লোকসভা আসনের সঙ্গে বৃহস্পতিবার কার্বি-আংলং পশ্চিম কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা মিলে একমাত্র ৩ নম্বর ডিফু তফশিলী জনজাতি লোকসভা আসনে ভোট অনুষ্ঠিত হবে। ডিফু লোকসভা আসনের অন্তর্গত হাফলং বিধানসভা কেন্দ্রে এদিন সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার মধ্যে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি জঙ্গি সংগঠনের বুধবার  বিকেল ৫ টা থেকে ৩৬ ঘন্টার কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা বনধের ডাক দেওয়ায় জেরে দুটি পাহাড়ি জেলায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ডিমা হাসাও জেলার ২৪২ টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটকর্মীরা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নিজেদের গন্তব্যে গিয়ে উপস্থিত হয়েছেন। ডিমা হাসাও জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী অফিসার অমিতাভ রাজখোয়া জানান নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে জারি রয়েছে ১৪৪ ধারা। জেলাশাসক বুধবার সবাইকে নির্ভয়ে নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। পুলিশসুপার শ্রীজিৎ থিরাভিয়াম বলেন ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুলিশসুপার বলেন নতুন করে গজিয়ে ওঠা জঙ্গি সংগঠন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির বিরুদ্ধে অভিযান তীব্রতর করে তুলা হয়েছে। তাই ভয়ের কিছু নেই। সবাইকে নির্বিঘ্নে ভোট দেওয়ার আবেদন জানান পুলিশসুপার। তিনি বলেন নতুন করে গজিয়ে ওঠা ওই জঙ্গি সংগঠনের সদস্য সংখ্যা টেনেটুনে পাঁচ থেকে ছয় জন হবে তাই এদের প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এদিকে হাফলং শহরের যে ৫টি ভোটগ্রহন কেন্দ্র মহিলা ভোটকর্মীদের দ্বারা পরিচালিত হবে ওই ভোটগ্রহন কেন্দ্রের মহিলা ভোটকর্মীরা বুধবার সকালে নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে বিকেল ৫ টায় ভোটগ্রহণ সম্পূর্ণ হওয়ার পর ফিরে আসবেন বলে জানিয়েছেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী অফিসার অমিতাভ রাজখোয়া। জেলাশাসক বলেন ডিমা হাসাও জেলার ২৪২ টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ৯৯ টি কেন্দ্রকে অতি স্পর্শকাতর কেন্দ্র হিসেবে চিহ্নিত করা পাশাপাশি ৬৭ টি কেন্দ্রকে স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। অতি স্পর্শকাতর ও স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্র গুলিতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়োগ করা হয়েছে। এদিকে ভোটের মুখে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি জঙ্গি সংগঠন বুধবার সন্ধ্যা ৫ টা থেকে ডাকা ৩৬ ঘন্টার বনধে কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলায় বনধের প্রভাব পড়েনি। তবে হাফলঙে বুধবার সন্ধ্যার পর ব্যবসায়ীরা আতঙ্কে দোকান পাট ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দেন। উল্লেখ্য, ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি জঙ্গি সংগঠন তেমন সক্রিয় নয় তবে আসাম লাগাল্যান্ড সীমান্তবর্তী ডিমা হাসাও জেলার প্রত্যন্ত এলাকা সহ কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলার সীমান্তবর্তী এলাকায় কিছুটা সক্রিয় রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.