Header Ads

কার্বি পাহাড়ের বকুলিয়া টাউনে বুধবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণ, হতাহতের কোন খবর নেই

 বিপ্লব দেব, হাফলংঃ দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তার আগেই বুধবার সন্ধ্যায় কার্বি-আংলং জেলার বকুলিয়া ঘাট টাউনে এক বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। কার্বি-আংলং জেলার বকুলিয়া ঘাট টাউনের অনিল গুপ্তা নামের এক ব্যবসায়ীর বাড়ির সামনে রাত ৭ টা ৪০ মিনিটে এক বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে সমগ্র এলাকা। তবে এই বিস্ফোরণের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। এদিকে ঘটনার খবর পেয়ে বকুলিয়া ঘাট টাউনের পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। জানা গেছে বিস্ফোরণের শব্দ প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত শোনা গিয়েছে। তবে এটি গ্রেনেড না বোমা এনিয়ে পুলিশ এখনও কিছু বলতে পারে নি। তবে বিস্ফোরণের ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি জঙ্গি সংগঠন বুধবার সন্ধ্যা ৫ টা থেকে ৩৬ ঘন্টার কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা বনধের ডাক দিয়েছে। তবে জঙ্গি সংগঠনের ডাকা এই বনধে কার্বি-আংলং ডিমা হাসাও জেলায় কোনও প্রভাব পড়েনি। এদিকে ডিমা হাসাও জেলাপ্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ি জেলার মানুষকে কোনও গুজবে কান না দিয়ে বৃহস্পতিবার নির্ভয়ে বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.