৭১ জন অফিসারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন অফিসার
প্ৰতীকী ছবি
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ অসমের মুখ্য নির্বাচনী অফিসার রাজ্যে নির্বাচন আচরণ বিধি পালনের ক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করায় রাজ্যে বিভিন্ন জেলায় লক্ষ লক্ষ টাকা ধরা পড়ছে। বৃহস্পতিবার গুয়াহাটিতে কয়েক লাখ টাকা ধরা পড়েছে। হোজাই জেলায় বুধবার ৬০ লাখ টাকা ধরার পর বৃহস্পতিবার আবার ওই জেলায় প্রায় দু লক্ষ টাকা ধরা পড়েছে। গুয়াহাটি মেট্রো জেলায় ৭১ জন অফিসার নির্বাচনী কাজে গাফিলতি করায় এদিন তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নিৰ্বাচনী প্ৰশিক্ষণে ৭১ জন অফিসার অনুপস্থিত ছিলেন তাই কামরূপ মেট্ৰোর ডেপুটি কমিশনার বিশ্বজিৎ পেগু তাদের কারণ দৰ্শানোর নোটিশ দিয়েছেন। এদিকে, গুয়াহাটি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কুইন ওঝার মনোনয়ন পত্রে শিক্ষা গত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্য নির্বাচন অফিসার তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। কুইন ওঝা নিজে উচ্চ মাধ্যমিক পাশ। এইচ এস সি এল বলে দাবি করেছেন। তিনি কৃষ্ণকান্ত সন্দিকৈ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচ এস সি এল পাশ বলে নথিপত্র দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিতেশ ডেকা সাংবাদিকদের জানিয়েছেন তাঁর বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা দেওয়ার কোনও ব্যবস্থা নেই। এই ব্যাপারে আত্মবিশ্বাসের সঙ্গে কুইন ওঝা বলেছেন ৪ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জানতে পারবেন। রাজ্যের রাজধানী কেন্দ্র গুয়াহাটি লোকসভা কেন্দ্র আজ ৪ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। ১৯ প্রার্থী মনোনয়নপত্র পেশ করেছেন। কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস, হিন্দুস্থান নির্মাণ দল, রাষ্ট্রিয় জনসম্ভানা পার্টি, স্মরনা ভারত পার্টি, ভিপিআই সমাজবাদী পার্টি, ভারতীয় গণ পরিষদ সহ নির্দলরা মনোনয়ন পত্র পেশ করেন। এছাড়াও এদিন পূর্বাঞ্চল জনতা পার্টি নামে এক দলের পক্ষ্যে মামনি শর্মা নামে একজন শেষ মনোনয়ন পত্র পেশ করেন।









কোন মন্তব্য নেই