Header Ads

পরিত্যাক্ত মিটারগেজ রেলপথের মাহুর থেকে হারাঙ্গাজাও পর্যন্ত বিভিন্ন সেতুর লোহার সামগ্রী চুরি করে বাইরে পাচারের অভিযোগ

 বিপ্লব দেব, হাফলংঃ শতাব্দী প্রাচীন লামডিং-শিলচর মিটারগেজ রেলপথের লোহার সামগ্রী চুরি করে বাইরে পাচার করার অভিযোগ সামনে এসেছে। ডিমা হাসাও জেলার মাহুর থেকে হারাঙ্গাজাও পর্যন্ত পুরনো মিটারগেজ রেলপথের অনেক জায়গায় রেল বিভাগের বহু লোহার সামগ্রী পড়ে রয়েছে। মিটারগেজের লোয়ার হাফলং স্টেশনের কাছে একটি রেলসেতু ও দিয়ুৃংনদীর উপর থাকা দিয়ুং সেতু উত্তর পূর্ব সীমান্ত রেল নিলাম করে দিলে ও মাহুর থেকে হারাঙ্গাজাও অংশকে হেরিটেজ করার প্রস্তাবে উত্তর পূর্ব সীমান্ত রেল ধনুকসেতু সহ বেশ কয়টি সেতুর নিলাম বন্ধ করে দেয়। এমনকি মিটার গেজে রেলপথের লোয়ার হাফলং স্টেশনে রেলবিভাগের কোটি কোটি টাকার সামগ্রী পড়ে থাকলে এসব দেখ ভাল করার জন্য রেলে নিরাপত্তা বাহিনী নেই। আর এতেই রেলের কোটি কোটি টাকার লোহার সামগ্রী চুরি হয়ে যাচ্ছে। একটি দুষ্টচক্র এই লোহার সামগ্রী বাইরে পাচার করলেও রেলবিভাগ কুম্ভ নিদ্রায় মগ্ন। ইতিমধ্যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু ধনুকসেতু ভেঙ্গে পড়েছে। প্রতিদিনই চোরাকারবারীরা সেতুর লোহার সামগ্রী খুলে বাইরে পাচার করছে বলে অভিযোগ উঠছে। গত শনিবার রাতে লাইলিংয়ে বয়লা সেতুর কাছে লোহার সামগ্রী ভর্তি দশ চাকার যে ট্রাক রাস্তা ৫০/৬০ ফুট গভীর খাঁদে পড়ে যায় এতে কয়েক কোটি টাকার চুরির লোয়ার সামগ্রী ছিল বলে জানা গিয়েছে। ডিমা হাসাও পুলিশের চোখে ধুলো দিয়ে রাতেই লামডিং হয়ে অন্য রাজ্যে চলে যাওয়ার উদ্দেশ্যে তীব্র বেগে যাওয়ার পথে ট্রাকটি গভীর খাঁদে পড়ে যায়। রাতের অন্ধকারেই পাহাড়ি জেলা পার হয়ে যাওয়ার পরিকল্পনা ছিল চালকের কিন্তু ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়লে শিলিগুরির বাসিন্দা চালক উজ্জ্বল রায় ও সহচালক পরেশ বর্মনের দুর্ঘটনা স্থলেই মৃত্যু ঘটে। প্রতিদিনই এভাবে কোটি কোটি টাকার লোয়ার সামগ্রী ডিমা হাসাও জেলার মধ্য দিয়ে ডিমা হাসাও পুলিশের চোখে ধুলো দিয়ে বাইরে পাচার করা হচ্ছে বলে এবার বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে। তারমধ্যে বেশীর ভাগ লোহার সামগ্রী রেল বিভাগের বলে এক বিশেষ সূত্রে জানা গিয়েছে। তারপরও উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.