এনআই অ্যাক্টে মঙ্গলবার সরকারী ছুটি ডিমা হাসাও জেলায়
বিপ্লব দেব, হাফলংঃ রাজ্যের দ্বিতীয় শিক্ষামন্ত্রী তথা শিক্ষাবিদ সমাজকর্মী প্রয়াত জয়ভদ্র হাগজারের জন্মজয়ন্তী উপলক্ষ্যে মঙ্গলবার ডিমা হাসাও জেলায় সরকারী ছুটি ঘোষণা করেছে ডিমা হাসাও জেলা প্রশাসন। সোমবার ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়া এনআই অ্যাক্টে সমগ্র পাহাড়ি জেলাতে সরকারী ছুটির দিন ঘোষণা করেছেন। এমনিতে জয়ভদ্র হাগজারের জন্মজয়ন্তীকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ আগে থেকেই স্থানীয় ছুটি হিসেবে ঘোষণা করেছে। প্রতিবছরই জয়ভদ্র হাগজারের জন্মজয়ন্তীতে পরিষদের অধীনে থাকা সব সরকারী বিভাগে ছুটি থাকে। তবে মঙ্গলবার এনআই অ্যাক্টে পাহাড়ি জেলার সমস্ত সরকারী বেসরকারী কার্যালয় ব্যাঙ্ক ট্রেজারি সবই বন্ধ থাকবে বলে ঘোষণা করেছেন জেলাশাসক অমিতাভ রাজখোয়া।








কোন মন্তব্য নেই