Header Ads

বরাকে চায়ের আড্ডায় ভোটের ফলাফল নিয়ে চরম জল্পনা কল্পনা


প্রতীকী ছবি

 চার্ব্বাক দেব, বদরপুরঃ চায়ের দোকানের ও বিভিন্ন  আড্ডায়  জমে উঠেছে বরাকের লোকসভা নির্বাচনী ফলাফল  নিয়ে জল্পনা কল্পনা। জয়-পরাজয় জোর  হিসেব নিকেষ চলছে। এবার বাঙালি হিন্দু ভোট বেশী অংশ বিজেপির ঝুলিতে পড়বে বলে, বিশ্লেষকদের ধারণা। কংগ্রেস কিছুটা হলেও হিন্দু  ভোট পাচ্ছে করিমগঞ্জে। মুসলিম ভোট শিলচর লোকসভা আসনে কংগ্রেস বেশী পাবে বলে অনুমান।  করিমগঞ্জেও  মুসলিম ভোট আসবে বলে কংগ্রেস নিশ্চিত। অবশ্য, সিংহভাগ ভাগ ভোট যাবে  এআইইউডিএফের ঝুলিতে এমনই ধারণা রাজনৈতিক মহলে।  করিমগঞ্জে কংগ্রেস তৃতীয় স্থানে থাকবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা ।  মেডিকেল কলেজ বিতর্ক  রাতাবাড়ী, হাইলাকান্দি এলাকায় বিজেপির ভোটে টান পড়বে। শিলচরে বিজেপি প্রার্থী হওয়া নিয়ে ছিল ভীষণ প্রতিযোগিতা। বরাকের দুটি লোকসভা আসনে  ত্রিমুখী লড়াই হবে বলে অনুমান। ভোট বাক্সই  উত্তর দিবে আসন্ন ২৩ মে তারিখে । বর্তমানে সকলেরই নজর রয়েছে ওই দিনে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.