গুয়াহাটির অলিগলিতে শনিবার নির্বাচনী প্রচার চালালেন কংগ্রেস প্রার্থী ববিতা শর্মা
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ মহানগরের অলিতে গলিতে শনিবার নির্বাচনী প্রচার চালালেন গুয়াহাটি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ববিতা শর্মা। তৃতীয় পর্যায়ে ভোট গ্রহণের জন্য মাত্র দুটো দিন বাকি রয়েছে । চারটে কেন্দ্র হবে তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণ। ধুবড়ি, কোকরাঝাড়, বরপেটা, গুয়াহাটি প্রার্থীর ভাগ্য নির্ণয় করবে ভোটাররা। এর মধ্যে একটি উল্লেখযোগ্য কেন্দ্র হচ্ছে গুয়াহাটি । শেষপাতে গুয়াহাটি কেন্দ্রের নির্বাচনী প্রচার এখন তুঙ্গে। প্রত্যেকটি রাজনৈতিক দলই নিজের মত করে চালাচ্ছে নির্বাচনী প্রচার । পিছিয়ে নেই গুয়াহাটি লোকসভার কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ববিতা শর্মাও। এদিন মহানগরের অলিগলিতে শাক সবজির বাজার থেকে আরম্ভ করে পানের দোকান কোন কিছুই বাদ দেননি তিনি । ভোটের জন্য প্রতিটি গলিতে দোকানে , বাজারে , ঘুরে জোরদার নির্বাচনী প্রচার চালান তিনি।
কোন মন্তব্য নেই