Header Ads

ইউপিএসসি পরীক্ষায় উত্তীৰ্ণ অসমের ১৩ জন পরীক্ষাৰ্থী

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ ইউপিএসসি পরীক্ষায় অসমের ১৩ জন পরীক্ষাৰ্থী উত্তীৰ্ণ হয়েছেন। এর মধ্যে দশম স্থান পেয়েছেন তন্ময় বশিষ্ঠ শৰ্মা। ফাইনাল পরীক্ষায় প্ৰথম স্থান দখল করেছেন মুম্বই আইআইটির কনিষ্ক কাটারিয়া। তন্ময় ছাড়াও ইউপিএসসি পরীক্ষায় উত্তীৰ্ণ অসমের বাকি ১২ জনের নাম হল মৃগাঙ্কশেখর পাঠক, রঞ্জিতা শৰ্মা, নমিতা শৰ্মা, দীপঙ্কর চৌধুরী, গরিমা শৰ্মা, ঋষভ গৰ্গ, আরণ্যক শইকিয়া, ফৌরমান ব্ৰহ্ম, অভিষেক গোস্বামী, তাপস বসুমতারি, সৌরভ শৰ্মা এবং দাক্ষা লাংথাসা। শুক্ৰবার ইউপিএসসি সিভিল সাৰ্ভিস চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্ৰকাশিত হয়। উত্তীৰ্ণ হওয়া ৭৫৯ জনকে আইএএস, আইপিএস ও আইএফএস পদে নিযুক্তির জন্য অনুমোদন জানানো হয়েছে। এরমধ্যে পুরুষের সংখ্যা ৫৭৭, মহিলা রয়েছেন ১৮২ জন।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.