Header Ads

আলফার প্রতিষ্ঠা দিবসের আহ্বান

৭, এপ্রিল, গুয়াহাটি : রিববার সাত এপ্রিল ছিল আলফার প্রতিষ্ঠা দিবস। এদিন বঙ্গাইগাঁও-এ আলফার প্রতিষ্ঠা দিবসে আলোচনাপন্থী আলফা নেতা  অনুপ চেতিয়া এবং অরবিন্দ রাজখোঁয়া রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। আসন্ন লোকসভা নির্বাচনে নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থকদের ভোট না দেবার আহবান জানান তাঁরা।
এদিকে আজ কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল  গগৈ এআইইউডিএফ দলের প্রার্থীদের ভোট না দেবার ডাক দেন।আবার বদরুদ্দিন আজমলও বিজেপিকে ভোট না  দেবার আর্জি জানান। 
অন্যদিকে রাজ্যে আবহাওয়া প্রতিকূল হওয়ায় মুখমন্ত্রী এবং অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার  বিলাসী হেলিকপ্টার রাজ্যর বিভিন্ন স্থানে অবতরণ করতে না পারায় একাধিক সভা বাতিল করতে হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.