করিমগঞ্জের চারটে কেন্দ্রে ভোট আজ ফের ভোট
নয়া ঠাহর প্রতিবেদন, করিমগঞ্জঃ করিমগঞ্জ সংসদীয় নির্বাচন আসনে চারটে কেন্দ্রে আবার আজ ভোট চলছে। চার কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩২০৮। কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী সিদ্দেক আহমেদ বিরুদ্ধে পোলিং কেন্দ্রে অশ্লীল গালিগালাজ করার জন্যে বিভিন্ন মহলে নিন্দা ও অসন্তোষ দেখা দিয়েছে। এমনকি বিগত ভোটের দিন নিরাপত্তাবাহিনীর সাথেও তর্কাতর্কিতে লিপ্ত হন। ভোট কেন্দ্রগুলিতে নিরাপত্তা আরও জোরদার করে তোলা হয়েছে।









কোন মন্তব্য নেই