ফেনী ঘূর্ণিঝড়, গুয়াহাটিতে আগামী তিনদিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা
নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি: শ্রীলংকার দক্ষিণ দিকের উৎপত্তি হওয়া ফেনী ঘূর্ণিঝড়ের প্রভাব উত্তর-পূর্বাঞ্চলের পড়বে না যদিও তথাপি বাতাসের গতি পরিবর্তন হলে পরবর্তী সময় কিছু পরিমাণে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আগামী ২মে পর্যন্ত আসামের কিছু কিছু অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ।রবিবার থেকে আগামী তিন দিন পর্যন্ত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে । গুয়াহাটি আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র সূত্র অনুসারে রবিবার থেকে আগামী ৩ দিন পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে ।
ওদিকে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ঘূর্ণিঝড় ফেনীর জন্য অ্যালার্ট জারি করেছিল। সেজন্য জেলেদের ও সমুদ্রে না নামার পরামর্শ দেওয়া হয়েছিল। বাংলাদেশের পরামর্শে ঘূর্ণি বাতাসের নাম ফেনী রাখা হয়েছে । আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রর মতে আন্দামান ও পুডুচেরিতে সাগরের পাড়ে এলাকায় তথা কোমোরিনএলাকায় ও কেরালার সাগরীয় এলাকাতে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় বাতাস বইতে পারে ।আবহাওয়া দপ্তর খবর অনুসারে ১মেতে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ফেনী। এর সাথে উত্তর-পূর্ব দিকেও এর প্রভাব পরার আশঙ্কা রয়েছে।









কোন মন্তব্য নেই