পর্যটন উন্নয়নে মেঘালয়ের কাছে শিক্ষা নিতে হবে অসমকে

নয়া ঠাহর, গুয়াহাটি: অসমের মতো প্রাকৃতিক মনোরম অঞ্চল দেশে কমই আছে। মেঘালয় সরকার পর্যটন বিকাশে উন্নয়নমূলক কাজ করছে। হাজার হাজার পর্যটক ভিড় করছে এই রাজ্যে। রাজ্যে অর্থনৈতিক উন্নতিও হয়েছে। অসমে ব্রহ্মপুত্রের মতো নদ, ডিমাহাসও-এর মতো পাহাড়ি এলাকা, মাজুলির মতো নদীদ্বীপ, বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল থাকা সত্ত্বেও পর্যটন উন্নয়নে অসম এখনও অনেক পিছিয়ে । 

গতকাল শিলং, চেরাপুঞ্জিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্যে মেঘালয় সরকার সবধরনের প্রয়াস হাতে নিয়েছে।








কোন মন্তব্য নেই