Header Ads

হিন্দুস্থান পেপার মিলের আরও এক কর্মীর মৃত্যু

নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি: বরাকের একমাত্র ঐতিহ্য হিন্দুস্থান পেপার মিল যা বিগত তিন বছর ধরে বন্ধ হয়ে রয়েছে ও ২৭ মাস ধরে মিলের কোন কর্মীরা বেতন পায়নি । এই মিলের অনেক কর্মী আত্মহত্যা করেছে ,অনেককে অনাহারে মরতে হয়েছে অথবা উপযুক্ত চিকিৎসার অভাবে অনেকে  মৃত্যু মুখে পতিত হয়েছে। এর একজন পার্থ দেব ।এই পেপার মিলের একজন কর্মী যিনি অর্থ ও  উপযুক্ত চিকিৎসার অভাবে রবিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তিনি লিভার সহ অন্যান্য  আরও অনেক অসুখে ভুগছিলেন। অর্থের অভাবে তিনি উন্নত চিকিৎসা করাতে পারেননি ।তার মৃত্যুতে সমগ্র অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.