Header Ads

নিৰ্বাচন আচরণ বিধির মধ্যে বিদ্যুৎ বিভাগ বিজেপি সমৰ্থকদের চাকরি দেওয়ার প্ৰক্ৰিয়া চালাচ্ছে, অভিযোগ প্ৰদেশ কংগ্ৰেসের

গুয়াহাটিঃ দেশে নিৰ্বাচন প্ৰক্ৰিয়া চলছে, আগামী ২৩ মে' ভোট গণনা দিন পৰ্যন্ত অসমেও নিৰ্বাচন আচরণ বিধি লাগু আছে। এর মধ্যে রাজ্য বিদ্যুৎ বিভাগের অন্তৰ্গত আসাম পাওয়ার ডিষ্ট্ৰিবিউশন কোম্পানী লিমিটেড (এপিডিসিএল) এবং এইজিসিএল ও এপিজিসিল চাকরির জন্য লিখিত পরীক্ষার ব্যবস্থা করেছে। এই পরীক্ষায় বিজেপির সমৰ্থক প্ৰাৰ্থীদেরই ব্যাপক হারে সুযোগ দেওয়া হচ্ছে। আসাম প্ৰদেশ কংগ্ৰেস কমিটি দেশের মুখ্য নিৰ্বাচন কমিশনারের কাছে এক স্মারক পত্ৰ পাঠিয়ে নিৰ্বাচন আচরণ বিধি ভঙ্গ করে নিয়োগ প্ৰক্ৰিয়া চালু করার প্ৰতিবাদ করেছে। অবিলম্বে আগামীকালের এই লিখিত পরীক্ষা বন্ধের দাবী জানিয়েছে। আসাম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির (সাংগঠনিক) সাধারণ সম্পাদক রঞ্জন বরা এক প্ৰতিবাদ পত্ৰ পাঠিয়ে অভিযোগ করেছেন, এই পরীক্ষা গ্ৰহণের জন্য ইতিমধ্যে বৃহৎ সংখ্যক প্ৰাৰ্থীকে এ্যডমিট কাৰ্ড ইস্যু করেছে বিদ্যুৎ বিভাগ। অধিকাংশ বিজেপির সমৰ্থকদের কাছে এই এ্যডমিট কাৰ্ড পৌঁছিয়েছে বলে রঞ্জন বরা দাবী করেন। তিনি অভিযোগ করেন, ২০১৯ সালের ২৩ মে' পৰ্যন্ত লোকসভার ফলাফল ঘোষণা পৰ্যন্ত নিৰ্বাচন আচরণ বিধি লাগু আছে। কিন্তু বিজেপি সরকার এবং এপিডিসিএল সেই আচরণ বিধি লঙঘন করে চাকরির পরীক্ষার প্ৰক্ৰিয়া শুরু করেছে, তা অবিলম্বে বন্ধের দাবী জানিয়েছে অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.