Header Ads

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সুর নরম বিজেপির

নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ  বিজেপি বিরুদ্ধে কংগ্ৰেসের প্ৰধান অস্ত্ৰ হল নাগরিকত্ব সংশোধনী বিল। এবারে সেই বিল নিয়ে বিজেপিও কিছুটা সুর পাল্টাল। অরুণাচলে এসে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ প্ৰতিমন্ত্ৰী তথা পশ্চিম অরুণাচলের লোকসভা আসনের বিজেপি প্ৰাৰ্থী কিরেণ রিজিজু বলেন- যেহেতু নাগরিকত্ব সংশোধনী বিলের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের মানুষের ভাবাবেগ জড়িয়ে আছে তাই বিলটি রাজ্যসভায় এবার পাস হবে না। তবে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বহুবার নাগরিকত্ব সংশোধনী বিল পাস করার কথা বলেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যতবার উত্তর-পূর্বাঞ্চল সফরে এসেছেন নাগরিকত্ব সংশোধনী বিলটিকে পাস করার কথা বলেছেন। এমনকি পশ্চিমবঙ্গের এক বিশাল জনসভায় অংশগ্রহণ করে তিনি পশ্চিমবঙ্গেও নাগরিকত্ব সংশোধনী বিল পাস করার কথা বলেন। কিন্তু হঠাৎ করেই সংশোধনী বিলকে পাস না করার কথা বলাতে উদ্বিগ্ন বাঙালি সচেতন মহল। এখন ভোটের মুখে রাজনৈতিক পরিস্থিতি সামলাতে বিজেপিও উল্টো সুর গাইতে শুরু করেছে। এমনই মতামত রাজনৈতিক বিশ্লেষকদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.