৭ এপ্ৰিল অসম বিধানসভার ৮২তম প্ৰতিষ্ঠা বাৰ্ষিকী উদযাপন
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ অসম বিধানসভার ৮২তম প্ৰতিষ্ঠা বাৰ্ষিকী উদযাপন হচ্ছে আগামী ৭ এপ্ৰিল। এ উপলক্ষে বিধানসভার কৰ্মী মাধব ছেত্ৰী, সেন্টিনেল গোষ্ঠীর সাংবাদিক ভবেন ঘিমিরে, এআইইউডিএফ বিধায়ক হাফিজ বশির আহমেদ কাশিমীকে নিজেদের কৰ্মক্ষেত্ৰে একনিষ্ঠভাবে কাজের জন্য পুরস্কৃত করা হবে। এদিনের অনুষ্ঠানের মঙ্গলাচরণ গাইবেন সংগীত শিল্পী তরালি শৰ্মা, অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বিধানসভার প্ৰিন্সিপাল সেক্ৰেটারি এম কে ডেকা, বিশিষ্ট অতিথি হিসেবে ভাষণ দেবেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল, বক্তব্য রাখবেন প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী থানেশ্বর বড়ো, সংসদীয় পরিক্ৰমা মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারী প্ৰমুখ। অনুষ্ঠানের স্মারকগ্ৰন্থ উন্মোচন করবেন প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত। ধন্যবাদ জ্ঞাপন করবেন বিধানসভার অতিরিক্ত সচিব এ এন ডেকা। এদিনের অসম বিধানসভার প্ৰতিষ্ঠা বাৰ্ষিকীর গোটা অনুষ্ঠানটি হবে বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্ৰ নাথ গোস্বামীর পৌরহিত্যে। এছাড়াও অনুষ্ঠানে আরও বহু গণ্য মান্য ব্যক্তিদের উপস্থিত থাকার কথা।









কোন মন্তব্য নেই