এনআরসি নিয়ে পশ্চিমবঙ্গে অমিতের স্থিতিতে অসমের জাতীয়তাবাদী মহলে উদ্বেগ
নয়া ঠাহর প্রতিবেদন, কোলকাতাঃ বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহ সোমবার পশ্চিমবঙ্গের রামপুরহাটে এনআরসি নিয়ে যে স্থিতি স্পষ্ট করলেন, তাতে অসমের জাতীয়তাবাদী মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অসমে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যে ধরণের উগ্র বিরোধিতার নজির দেখা গেছে, বিজেপি বিরোধী হাওযার পরও রাজ্যে শেষ ৪ লোকসভা নির্বাচনের প্রাক্কালে অমিত শাহ ঠারেঠোরে জানিয়ে দিলেন সারা দেশেই এন আর সি লাগু করা হবে। তবে এদিন নতুন কথা বললেন তিনি , বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে ভারতে আসা হিন্দু ধর্মাবলম্বীদের প্রথমে শরনার্থী হিসাবে স্বীকৃতি দেওয়া হবে, তারপর এনআরসির ব্যবস্তা করা হবে। অমিত শাহ একথাও বলেন, ২০২০ সালে রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাস করানো হবে। এদিন অমিত শাহ এর এই মন্তব্য, মঙ্গলবার অসমে ৪ কেন্দ্রের ভোটে যথেস্ট প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে মঙ্গলবার কেবল গুয়াহাটি কেন্দ্রেই বিজেপি প্রার্থী দিয়েছে। বাকি কেন্দ্র বরপেটা এবং ধুবড়ি কেন্দ্র বিজেপির শরিক অগপ ও কোকরাঝাড় কেন্দ্রের ওপর শরিক দল বি পিএফ প্রার্থী দিয়েছে, বিল সমর্থক অমিত শাহ এর মন্ত্যবের ফলে বিজেপি কম ক্ষতি হবে, কারণ মাত্র গুয়াহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী আছে। বাকি তিনটিতে নেই। অমিত শাহ অসমে ভোটের কয়েক ঘন্টা আগে গরিষ্ঠ সংখ্যক মানুষের বিরোধ করা নাগরিকত্ব বিলকে জোড়াল সামর্থন করে অমিত শাহ পশ্চিমবঙ্গ এর বাংললিদের সমর্থন করছেন কি। এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।








কোন মন্তব্য নেই