Header Ads

দিপরবিলে হাড়গিলা, জোড়াপুকুরে রাজহাঁস হত্যা উদ্বেগ

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ রাজ্যে পরিবেশ ও প্রকৃতির প্রতি মানুষের আগ্রহ দিন দিন কমে আসছে। বন্যপ্রাণীদের প্রতি ভালোবাসা প্রায় নেই বললেই চলে।
গুয়াহাটির উপকণ্ঠে  দিপরবিলে হাজার হাজার পরিযায়ী পাখি আসে প্রতি বছর। সম্প্রতি এই বিলে হাড়গিলার মতো বিপন্ন প্রজাতির পাখির মৃত্যুর খবর উদ্বেগের সৃষ্টি করেছে প্রকৃতিপ্রেমীদের মনে।এর পাশাপাশি গুয়াহাটির জোড়াপুকুরে সুন্দর সব রাজহাঁসেরও হত্যার খবর পাওয়া গেছে।
বুনোহাতি ও মানুষের লড়াই কোনও নতুন ঘটনা নয়। আজ ডিমাকুচিতে এক বুনোহাতির হামলায় এক  শিশু মৃত্যু হয়ছে। সাধারণ মানুষের অভিযোগ, এ সমস্ত কিছুর পেছনে রাজ্যের বনবিভাগই দায়ী।
রাজ্যে বিপন্ন প্রজাতির গন্ডার ও বাঘ হত্যা ক্রমশ বাড়ছে। বন-জঙ্গলের ধ্বংস যজ্ঞ নিত্যদিন বেড়েই চলছে। তা সত্ত্বেও বনবিভাগের কোনও হুশ নেই। বন্যপ্রাণ রক্ষায় তারা ব্যর্থ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.